তামিম জানেন, সিরিজ জিততে কি করতে হবে

ছবি:

দুর্দান্ত জয়ে সিরিজে সমতা আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। তাই ওয়ানডে সিরিজের পর এবার বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে টি-টুয়েন্টি সিরিজ জিতে নেয়ার।
আর এই সুযোগটাকে হাতছাড়া করতে নারাজ বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এসব নিয়েই কথা বলেছেন তিনি।
জানিয়েছেন সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই শেষ ম্যাচে মাঠে নামবেন তারা। কিন্তু জেতার জন্য সব কাজ ঠিকভাবে করতে হবে বলেও জানান তিনি। আর সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে বলেও মনে করেন তামিম। তার ভাষায়,

'কালকে নতুন করে শুরু করতে হবে। ম্যাচে যারা ভালো শুরু করবে, তারাই জিতবে। এটা মনে করার কোন কারণ নেই আজকে আমরা জিতে গিয়েছি বলে কালকেও আমরা জিতে যাবো। সোমবার জিততে গেলে আমাদের সব কাজগুলো সঠিকভাবে করতে হবে। যাদের যে দায়িত???ব, সেটা ভালো করে করতে হবে। তাহলেই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসবে।’
এদিকে তামিম আরও জানিয়েছেন ওয়ানডে সিরিজ জয়ে বড় আত্মবিশ্বাস পেয়েছে তারা। প্রথম ম্যাচে তারা সেরাটা দিতে পারেনি কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে তার দল। শেষ ম্যাচেও ফর্মে থাকা ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে জানান তামিম। তিনি আরও বলেন,
‘ওয়ানডে সিরিজ জিতে যে ধরনের আত্মবিশ্বাস নিয়ে আমরা টি-টোয়েন্টি সিরিজে এসেছিলাম। হয়তো প্রথম ম্যাচটা যেভাবে খেলার দরকার ছিল, সেভাবে খেলতে পারিনি। কিন্তু আমরা আজকে ভালো ভাবেই ফিরে এসেছি।
দলে অবদান রাখা ব্যক্তিগত ভাবে এবং দলের দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভালো ফর্ম সব সময় থাকে না। ফর্মে থাকা ক্রিকেটারদের দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেবে। যাতে অন্যের ওপর কিছুটা হলেও চাপ কম পরে।’