বিশ্ব ক্রিকেটের সুপার স্টার বিরাট কোহলি-ওয়াহ

ছবি: বিরাট কোহলি

এজবাস্টনের বার্মিংহ্যামে ব্যাট হাতে ভারতের হয়ে একাই লড়াই করেছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ধুঁকতে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপে একাই প্রাণ সঞ্চালন করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
ভারতের প্রথম ইনিংসে করা ২৭৪ রানের মধ্যে ২৯ বছর বয়সী এই অধিনায়কের ব্যাট থেকে আসে ১৪৯ রান। আর এরই মাধ্যমে ইংলিশদের মাটিতে রান খরা খাটালেন কোহলি।ইংল্যান্ডের মাটিতে এই টেস্টের আগে মোট ৫ ম্যাচে মাত্র ১৩৪ রান করেছিলেন ভারতীয় দলপতি।
বিরাটের করা দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

ভারতীয় অধিনায়ককে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার আখ্যা দিয়ে ওয়াহ বলেন,
'বিরাট বিশ্ব ক্রিকেটের একজন সুপার স্টার এবং সে ক্রিকেটের সকল রেকর্ড ভাঙ্গার ক্ষমতা রাখে।'
অবশ্য বিরাট কোহলির এই বীরোচিত ইনিংসটির পরেও ইংল্যান্ডের কাছে ৩১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারী ভারতকে।
ইংলিশদের ছুঁড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে অলআউট হয়েছে ভারত।
তবে ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিলেও যথারীতি এবারও উজ্জ্বল ছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ৫১ রান সংগ্রহ করেছেন তিনি।