promotional_ad

নারীদের জন্য বিসিবির পাওয়ার হিটিং মন্ত্র

promotional_ad

ক্রিকেটে এখন বেশী গুরুত্ব দেয়া হয় পাওয়ার হিটিংকে। বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান তুলতে এই পাওয়ার হিটিংয়ের গুরুত্ব অনেক বেশী।


পুরুষদের ক্রিকেটের মত নারীদের ক্রিকেটেও এর ভুমিকা বাড়ছে দিন দিন। আর বাংলাদেশের নারী ক্রিকেটারদের পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


সেই সঙ্গে তাদের ফিটনেসের উন্নয়ন নিয়েও কাজ করবে বিসিবি। আর ফিটনেসের উন্নতি করার মাধ্যমের ক্রিকেটারদের মধ্যে পাওয়ার হিটিংয়ের ক্ষমতা নিয়ে আসা সম্ভব।


promotional_ad

এমনটাই মনে করেন নারী ক্রিকেট দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব নিয়েই কথা বলেন তিনি। তার ভাষায়,   


'আমাদের এই ক্যাম্পটার প্রথম ধাপেই আমরা ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করব। ফিজিক্যাল ফিটনেসের একটি বড় অংশ জুড়ে থাকবে পাওয়ার হিটিং।' 


এছাড়াও জাতীয় দলে বেশ কয়েকজন নারী ক্রিকেটার আছে যাদের মধ্যে পাওয়ার হিটিংয়ের ক্ষমতা আছে। তাদের নিয়ে বিশেষ ভাবে আলাদা করে কাজ করা হবে বলেও জানান তিনি। ফাহিমের ভাষায়,  


'আমাদের দলের মধ্যে কয়েকটা মেয়ে আছে, চার-পাঁচটা মেয়ের কথা আমি বলতে পারি যারা পাওয়ার ক্রিকেট খেলতে পারে। 'যার উদাহরণ আমরা পেয়েছি কিছু কিছু ম্যাচে। পাওয়ার হিটিং যদি ছয় মারা হয়, আমাদের কিছু কিছু মেয়ে আছে যারা ছয় মারতে পারে।


ছয় মারার জন্যই কিন্তু ওরা দলে আছে।  আগে ওদের মধ্যে একটা মানসিক জড়তা ছিল। ওরা নিজেরাই জানত না যে ওরা ছয় মারতে পারে। এখন সেই জড়তা নেই। ওরা বেশ কিছু ম্যাচে খুবই আগ্রাসী ক্রিকেট খেলেছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball