promotional_ad

টাইগারদের প্রতীক্ষায় 'অপরিচিত' ফ্লোরিডা

সেন্ট্রাল ব্রওয়ার্ড স্টেডিয়াম, ফ্লোরিডা
promotional_ad

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামটি আক্ষরিক অর্থেই নয়নাভিরাম। এখানকার উইকেট এবং আউটফিল্ড দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যেতে বাধ্য। এমনকি স্টেডিয়ামটির চারপাশের সৌন্দর্যও যথেষ্ট মনঃমুগ্ধকর।   


তবে উইকেট এবং আউটফিল্ডের এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে অপাড় রহস্য। কারণ ফ্লোরিডার এই মাঠে উইকেট কিরূপ হবে সেটি সম্পর্কে আগে থেকে ধারণা করা যেকোনো দলের জন্যই কঠিন হবে বলা যায়।


কেননা এখানে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো প্রায় দুই বছর আগে। ২০১৬ সালের ২৮শে আগস্ট অনুষ্ঠিত সেই টি টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। যদিও বৃষ্টির কারণে ম্যাচটির কোনও ফলাফল পাওয়া যায়নি। 


এদিকে পরিসংখ্যান বলছে ফ্লোরিডার এই মাঠে শুরুতে ব্যাটিং করা দলই সুবিধা পেয়ে থাকে বেশি। এর আগেও দেখা গেছে ইনিংসের শুরুতে এখানকার উইকেট কিছুটা বাউন্সি থাকে এবং সহজে ব্যাটে আসে বল।



promotional_ad

ঠিক উল্টোটা অবশ্য দ্বিতীয় ইনিংসে। তখন উইকেট হয়ে যায় বেশ মন্থর, পাশাপাশি স্পিনাররা সুবিধা পান বেশি। এমনকি এখানে অনুষ্ঠিত ছয়টি টি টুয়েন্টি ম্যাচের মধ্যে  চারটিতেই জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল। 


সুতরাং আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচেও টস জয়ী দল শুরুতে হয়তো ব্যাটিং নেয়ার কথা ভাববে। ২০১৬ সালের অগাস্টে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২৪৫ রান সংগ্রহ করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


অপরদিকে দলীয় সর্বনিম্ন স্কোরটি ছিলো ৮১ রানের। ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টুয়েন্টি ম্যাচে শুরুতে ব্যাটিং করে মাত্র ৮১ রানে অলআউট হয়ে গিয়েছিলো নিউজিল্যান্ড।


এদিকে শুধু পরিচিত মাঠ বলেই নয়, আগামীকালের ম্যাচে বাংলাদেশের থেকে ক্যারিবিয়ানরা এগিয়ে থাকবে ম্যাচ জয়ের দিক থেকেও। ফ্লোরিডার এই মাঠে মোট ৪টি ম্যাচ খেলে ৩টিতেই জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।



শুধু অনভিজ্ঞতার দিক থেকেই নয়, বাংলাদেশকে লড়াই করতে হবে অপরিচিত কন্ডিশনের সাথেও। এখন পর্যন্ত একবারও ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের। ফলে তারা নিজেদের কতটা মানিয়ে নিতে পারবে সেটাই দেখার বিষয়। 


তবে আশার কথা হলো দলের অন্যান্য ক্রিকেটারদের কাছে মাঠটি পরিচিত না হলেও টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের অভিজ্ঞতা রয়েছে এখানে খেলার। ফ্লোরিডাতে সিপিএলের মোট পাঁচটি ম্যাচ খেলেছেন সাকিব।


সুতরাং সাকিবের অভিজ্ঞতা কাজে লাগিয়েই যে আগামীকাল জয় ছিনিয়ে আনতে চাইবে বাংলাদেশ দল তা বলাই বাহুল্য। পাশাপাশি তাকে যোগ্য সঙ্গ দিতে জ্বলে উঠতে হবে বাকি ক্রিকেটারদেরকেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball