promotional_ad

আয়ারল্যান্ডে মমিনুলদের দাপুটে জয়

promotional_ad

আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ এ দলের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দারুণ খেলে দাপুটে জয় তুলে নিয়েছে মমিনুল হকের দল।


আয়ারল্যান্ড উলভসকে তারা ৮৭ রানের ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশ এ দলের দেয়া ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশরা গুটিয়ে গেছে ২০২ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে উলভস।


তারা দলীয় ১৬ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায়। দুই ওপেনার শেনন (৬) ও ম্যাককোলামকে (৫) সাজঘরে ফিরিয়েছেন টাইগার পেসার খালেদ আহমেদ। আর আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনিকে কোনো রান করার আগেই ফিরিয়েছেন স্পিনার সানজামুল ইসলাম।


মাঝে গেটকাটে ৩৮ রান ও ট্রায়ন কেন ৪৯ রান করে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেও দলের আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে না পারলে ৮৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।


বাংলাদেশ এ দলের হয়ে ৩ টি উইকেট দখল করেছেন শরিফুল ইসলাম। ২ টি করে উইকেট গেছে খালেদ, সাঞ্জামুল ও সাইফউদ্দিনের ঝুলিতে। ১ টি উইকেট নিয়েছেন ফজলে রাব্বি।



promotional_ad

এর আগে, এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড উলভসের দলপতি আন্ড্রু বালবিরনি।  আর টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুন শুরু করেন টাইগার ওপেনাররা। সাইফ হাসান ও জাকির হাসান মিলে ওপেনিং জুটিতে ১৩৯ রান তোলেন।


শুরুতে দেখে শুনে খেললেও পরবর্তীতে হাত খুলে খেলেছেন দুজনই। সাইফ হাসান ৩৭ রান করে পিটার চেজের বলে আউট হয়েছেন। এরপর ৯২ রান করা আরেক ওপেনার জাকির হাসানকেও সাজঘরে ফিরিয়েছেন চেজ। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ মিথুনও।


তিনি স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই আউট হন কেনের বলে বোল্ড হয়ে। এ দলের অধিনায়ক মমিনুল হক ২৩ রান করে দ্বিতীয় শিকার হয়েছেন কেনের। এরপর আল-আমিন ও ফজলে রাব্বি চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন।


চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেন ৫৮ রান। আল-আমিন ৪৭ রান করে ট্রায়ন কেনের বলে হেরি টেক্টরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। মূলত এই দুজনই বাংলাদেশকে বড় সংগ্রহের পথ গড়ে দিয়ে যান। রাব্বি বাংলাদেশ এ দলের শেষ ব্যাটসম্যান হিসেবে ৫৩ রান করে আউট হয়েছেন।


তাকে নিজের তৃতীয় শিকার বানিয়েছেন পিটার চেজ। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ৫ রান করে অপরাজিত ছিলেন। আর তাতেই লড়াইয়ের বড় পুঁজি পায় সফরকারী বাংলাদেশ এ দল।



বাংলাদেশ 'এ' দলের একাদশ- 


মমিনুল হক (অধিনায়ক), জাকির হাসান, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, ফজলে মাহমুদ, মোহাম্মদ আল আমিন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ শরিফুল ইসলাম। 


আয়ারল্যান্ড উলভস একাদশ- 


এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), লরকান টাকার, জেমস ম্যাককোলাম, হ্যারি টেকটর, টাইরন কেইন, স্টুয়ার্ট থম্পসন, শেন গেটকাটে, অ্যান্ডি ম্যাকব্রাইন, জোনাথান গার্থ, ডেভিড ডেলানি, ব্যারি ম্যাকার্থি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball