promotional_ad

বিশ্বকাপের আগে ঘরের মাঠে সিরিজ খেলবে মেয়েরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল
promotional_ad

এশিয়া কাপের শিরোপা জয়ের পর হঠাৎ করেই বদলে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা জয়ের মধ্যেই আছেন সালমা-জাহানারারা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বেও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তারা।


দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাও ??াড়ছে তাদের। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল।


আসন্ন  এই সিরিজগুলোর জন্য এশিয়ার একাধিক দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।



promotional_ad

চ্যানেল আই অনলাইনকে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘বিশ্বকাপের যথাযথ প্রস্তুতির জন্য আমরা সিরিজ আয়োজনের চেষ্টা করছি। এখনও চূড়ান্ত হয়নি। আমরা চাচ্ছি এশিয়ার কোনো দলের সঙ্গে খেলতে।’


সূত্র মতে বাংলাদেশের মেয়েদের সাথে সিরিজ খেলতে পারে পাকিস্তান নারী দল।  ২০১৫ সালের সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকার পরও পাকিস্তান সফর করেছিল টিম টাইগ্রেস। এরপর বাংলাদেশ সফরে আসেনি তারা।


আগামী মাসেই তাই বাংলাদেশের বিপক্ষে খেলতে দল পাঠাতে পারে পাকিস্তান। বিশ্বকাপকে সামনে রেখে ২৮ ক্রিকেটারকে নিয়ে বৃহস্পতিবার মিরপুরে শুরু হয়েছে মেয়েদের ক্যাম্প। হালকা জিমের পর ইনডোরে হয়েছে ব্যাটিং-বোলিং অনুশীলন।



শনিবার থেকে চট্টগ্রামে মূল অনুশীলন শুরু হবে। শুক্রবার বন্দর নগরীতে পা রাখবেন সালমারা। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপেও বড় সাফল্য উপহার দেয়ার সংকল্প বাংলাদেশের নারী ক্রিকেটারদের।


সেই লক্ষ্যেই অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় মূলপর্বে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। বিশ্বকাপের গ্রুপ পর্বে সালমা-রুমানাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার মতো বড় দলগুলো।।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball