promotional_ad

অভিজ্ঞদের কোর্টেই বল ঠেললেন সাকিব

সাকিব আল হাসান
promotional_ad

টি টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যে এখনও সাবলীল হতে পারেনি সেটি আরো একবার প্রমাণিত হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টুয়েন্টিতে। এই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি সাকিব বাহিনী।


ক্যারিবিয়ানদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। মূলত ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোই কাল হয়ে দাঁড়িয়েছিলো বাংলাদেশের জন্য। এদিন শুরুতে তামিম এবং সৌম্য আউট হয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে সাকিব এবং লিটন মিলে ৩৮ রানের জুটি গড়েন।


কিন্তু ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কিমো পলের শিকার হয়ে লিটন ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে বড় স্কোরের আশা জাগিয়েও আউট হন টাইগার উইকেটরক্ষক মুশফিকও। কিছুটা আশা ছিলো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে।


তবে ১৭তম ওভারের প্রথম বলে ৩৫ রান করে আউট হন তিনিও। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে তাই অধিনায়ক সাকিবও মেনে নিলেন ম্যাচের ভাইটাল সময়ে অভিজ্ঞ ব্যাটসম্যানদের হারানোই ছিলো টার্নিং পয়েন্ট। এই প্রসঙ্গে সাকিব বলেন,



promotional_ad

'ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। শুরুতে আমার আর লিটনের পার্টনারশিপ হয়েছিল কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে আমরা উইকেট বিলিয়ে দেই। যা আমাদের ব্যাকফুটে নিয়ে যায়। এরপর মুশফিক এবং রিয়াদ ভাই জুটি গড়লেও গুরুত্বপূর্ণ সময়ে মুশফিক ভাইও আউট হয়ে যায়।'


নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে শেষ পর্যন্ত মাত্র ১৪৩ রানে থামতে হয়েছে বাংলাদেশকে। সেন্ট কিটসের ব্যাটিং বান্ধব উইকেটে এই রান একেবারেই যে মামুলি ছিলো তা বলাই বাহুল্য। অধিনায়ক সাকিবের ভাষায়,


'নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় আমরা মোমেন্টাম ধরে রাখতে পারিনি। আর বড় স্কোর করতে না পারার মূল কারণ এটাই। যে ধরনের উইকেট ছিল এখানে অন্তত ১৭০ তো মিনিমাম করাই লাগতো। ১৮০ থেকে ২০০'র মধ্যে স্কোর করতে না পারলে জেতা যায়না।'


এই ম্যাচে বাংলাদেশ সবথেকে বেশি অভাব বোধ করেছে একজন আদর্শ পাওয়ার হিটারের। ওয়েস্ট ইন্ডিজ দলে আন্দ্রে রাসেলের মতো পাওয়ার হিটার থাকলেও টাইগারদের তেমন কেউ নেই। আর এই আক্ষেপ পোড়াচ্ছে সাকিবকেও। এই প্রসঙ্গে তিনি বলেন, 



 'আমরা অনেক রান শর্ট ছিলাম। তাই ওইখান থেকে কামব্যাক করাটা মুশকিল ছিল, ওভারঅল বলতে গেলে আমরা খারাপ বোলিং করিনি। ওদের মত পাওয়ার হিটার আমাদের নেই। আর যেটা বললাম উইকেট নিতেই থাকতে হবে আর রাসেলের মত ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে জেতাটা কঠিন হয়ে যায় আসলে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball