'সাব্বিরকে বাদ দেয়ার এখনই সময়'

ছবি: সাব্বির রহমান

সাব্বির রহমান রুম্মানকে নিয়ে ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় চলছেই। একের পর এক বিতর্ক সৃষ্টি করার পরেও তাকে জাতীয় দলে সুযোগ দেয়া হচ্ছে এটি নিয়েই প্রশ্ন সকলের।
দেশের স্বনামধন্য ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ নিজেও সাব্বির ইস্যুতে হতাশ। তার দেশের হয়ে খেলার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন ইশতিয়াক। একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রীতিমত সাব্বিরকে ধুইয়ে দিয়েছেন তিনি। ইশতিয়াক বলেছেন,
'এমন হতো যে অসাধারণ একজন ক্রিকেটার, অসাধারণ ট্যালেন্ট, অসাধারণ তার অবদান- সেটি তো না। বারবার সে ব্যর্থ হচ্ছে আমরা তা দেখছি। শ্রীলঙ্কার বিপক্ষে একটাই ৭০ রানের ইনিংস খেলেছিলো সে। এর আগে এবং পিছনে আপনি যদি দেখেন তার কিন্তু তেমন পারফর্মেন্স নেই।'

বর্তমানে সাব্বিরের বদলি ক্রিকেটার নেয়ার সময় এসেছে বলেও মনে করেন ইশতিয়াক। তার মতে দেশের ক্রিকেটের উন্নয়নে এখনই এই ক্রিকেটারকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দেয়া উচিৎ। ইশতিয়াকের বক্তব্য,
'এরপরেও তার নাকি ট্যালেন্ট আছে সেই কারণে চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় এখনই সঠিক সময় একজন প্রোপার রিপ্লেসমেন্ট এবং আদর্শ কাউকে সুযোগ দেয়া। সাব্বিরকে বাদ দিতে হয়, আমার কাছে মনে হয় সেই সময়টি এসেছে। আমাদের সামনের দিকে তাকাতে হবে।'
উল্লেখ্য বেশ কিছুদিন থেকেই নানা বিতর্কিত ঘটনা ঘটিয়ে আসছেন সাব্বির রহমান। মাঠের পারফর্মেন্স খুব একটা ভালো না হলেও দিন দিন যেন বেপরোয়া হয়ে উঠছেন তিনি। তবে এরপরেও তার ওপরে আস্থা রেখেছিলেন নির্বাচকেরা। কিন্তু এবার হয়তো আর এত সহজে পার পাচ্ছেন না সাব্বির।