promotional_ad

হুমকির মুখে সাব্বিরের ক্যারিয়ার?

সাব্বির রহমান
promotional_ad

দেশের ক্রিকেটে বিতর্কের সমার্থক শব্দ হিসেবেই যেন দিনকে দিন পরিচিত হয়ে উঠছেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। কখনো দর্শক পিটিয়ে আবার কখনো মাঠের বাইরে নানা নেতিবাচক কর্মকান্ডে জড়িয়ে শিরোনামে উঠে আসা অনেকটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সাব্বিরের জন্য।


তবে এরপরেও জাতীয় দলে সুযোগ পেয়েই আসছিলেন তিনি। পারফর্মেন্সের খেরোখাতার অবস্থা বেশ করুণ হলেও ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাঁর প্রতি আস্থা রেখেছিলেন নির্বাচকেরা। কিন্তু সেই আস্থার প্রতিদান যে সাব্বির কতটা দিয়েছেন সেটি এরই মধ্যে জেনে গেছেন সকলে।


উইন্ডিজদের বিপক্ষে তিন ওয়ানডেতে সাব্বির রান করেছেন যথাক্রমে ৩, ১২ এবং ১২। এহেন পারফর্মেন্সের পর অন্তত নম্র হতে পারতেন তিনি। কিন্তু সেটি তো দূরের কথা, উল্টো তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করায় কিছু ক্রিকেট ভক্তকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন সাব্বির।



promotional_ad

সাব্বিরের মতো একজন ক্রিকেটারের এমন আচরণ যে কতটা দুঃখজনক সেটি আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং এক্ষেত্রে অনেকটা নিজের ক্যারিয়ার নিজেই শেষ করছেন সাব্বির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও এই ব্যাপারে একমত।


তাঁর মতে এভাবে চলতে থাকলে অচিরেই হারিয়ে যাবেন সাব্বির রহমান। আকরাম খান বলেছেন, 'সবসময় কিন্তু সবাইকে গাইড করে রাখা কঠিন। সমস্যা যারা করছে তাদের বোঝা উচিৎ, নাহলে নিজের ক্যারিয়ার নিজে নষ্ট করবে।'


সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফিদের থেকে সকলের শিক্ষা নেয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন আকরাম। পাশাপাশি বিসিবির এই কর্মকর্তা এত কিছুর পরেও আশা করছেন ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরবেন সাব্বির।



তাঁর ভাষ্যমতে, 'আমাদের সিনিয়র ক্রিকেটারদের ফলো করা উচিৎ। তারা হাইলি সেলিব্রেটি। ওদের ক্ষেত্রে আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। তবে আমি আশা করছি যে সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ আপনি ভুল থেকেই শিক্ষা নিবেন সবসময়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball