promotional_ad

সিরিজ জয়ের ম্যাচে রুবেলের শাস্তি

ছবি-গেটি
promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০০৯ সালের পর আবারো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার ক্যারিবিয়ানদের ১৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।


তবে সিরিজ জিতলেও এদিন একটি দুঃসংবাদ শুনতে হয়েছে টাইগার পেসার রুবেল হোসেনকে। জানা গেছে এই ম্যাচে খারাপ ভাষা ব্যবহার করে আইসিসির কোড অফ কন্ডাক্ট ভেঙ্গেছেন রুবেল।


আইসিসির লেভেল ১ ধারায় রুবেলকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও তাকে কোনো ম্যাচে নিষেধাজ্ঞা করা হয়নি। শুধু তিরস্কার করে ছেড়ে দেয়া হয়েছে।



promotional_ad

পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। ঘটনার মূল সূত্রপাত হয়েছিলো ম্যাচের ২৮তম ওভারে।


সেই ওভারে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন রুবেল যা শোনা গিয়েছিলো ষ্ট্যাম্প মাইকে।


এর পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে রুবেলকে অভিযুক্ত করেন আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড। অবশ্য রুবেল তার নিজের দোষ শিকার করে নেয়ার ফলে আর শুনানির প্রয়োজন পড়েনি।



অভিযোগটি মূলত করেছিলেন মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার সুরন্দম রবি এবং জোয়েল উইলসন।


এই ডিমেরিট পয়েন্টটি পাওয়ার ফলে রুবেলের মোট পয়েন্টের সংখ্যা দাঁড়ালো ২এ। এর আগে আফগানিস্তান সিরিজেও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball