promotional_ad

পরিশ্রমই তামিমের সৌভাগ্যের প্রসূতি

promotional_ad

বর্তমানে বলা যায় ফর্মের তুঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচেই ব্যাট হাতেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তামিম।


প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর আবারো শেষ ম্যাচে এসে খেলেছেন ১০৩ রানের অনবদ্য আরেকটি ইনিংস। আর তার দারুণ এই সেঞ্চুরির সুবাদেই ক্যারিবিয়ানদের সামনে ৩০২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিলো বাংলাদেশ।


আর সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৮৩ রানে থামতে হয় স্বাগতিকদের। ফলে সিরিজ জয়ের উল্লাসে মাতে টাইগাররা। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ের অন্যতম নায়ক তামিম কথা বলেছেন নিজের ব্যাটিং প্রসঙ্গে।


টাইগার ওপেনার জানিয়েছেন তিন ম্যাচে ধৈর্য নিয়ে খেলার কারণেই সাফল্য ধরা দিয়েছে। পাশাপাশি কঠোর পরিশ্রম তো আছেই। পরিশ্রমকেই মূলত সৌভাগ্যের প্রসূতি হিসেবে দাবি করছেন তামিম। তার ভাষ্যমতে,



promotional_ad

'নিজের ব্যাটিং নিয়ে কিছু বলার নেই। যখন আপনার দল জেতে তখন এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমি বলতে পারি আমি তিন ম্যাচের একটিতেও ধৈর্যহারা হইনি। আমার কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। হয়তো টেস্ট সিরিজে সফল ছিলাম না। শুধু আমি নই ওয়ানডে সিরিজেও অনেকেই সফল হতে পারেনি। তবে প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছি।’


দীর্ঘ প্রায় দুই বছর পর ওয়ানডেতে সিরিজ জিতলো বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এই জয়ে আনন্দে আপ্লুত তামিম ইকবাল। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো অনেক গুরুত্বপূর্ণ ছিলো উল্লেখ করে টাইগার এই ব্যাটসম্যান বলেছেন,


'খুব বেশি সন্তুষ্টির এই জয়। কারণ ২০১৫ সালের (২০১৬ সালের পর) পরে এই প্রথম আমরা কোন সিরিজ জিতলাম। অনেক আশা নিয়ে আমরা এখানে এসেছিলাম। কিন্তু টেস্ট সিরিজে কিছুই পক্ষে আসেনি। সেই সিরিজের পর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো ওয়ানডে সিরিজটা ভালো খেলা।’


এই জয়ের পেছনে সবথেকে বেশি যে বিষয়টি প্রেরণা যুগিয়েছে টাইগারদের সেটি হলো আত্মবিশ্বাস। দ্বিতীয় ম্যাচে ৩ রানে হেরে যাওয়ার পরও দলের সকলে আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন সিরিজ জেতার। সকলের এই হার না মানা মানসিকতাই সিরিজ জয়কেে ত্বরান্বিত করেছে বলে জানালেন তামিম ইকবাল। বললেন,



‘আলহামদুলিল্লাহ্‌! আমরা প্রথম ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয় ম্যাচটাও আমাদের জেতা উচিৎ ছিল, কিন্তু হয়নি। এই ম্যাচটাও ছিল অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দলের কেউ আশা ছাড়েনি। সবাই বিশ্বাস রেখেছিল আমরা জিততে পারব। সবদিক বিবেচনা করে এই সিরিজ জয়টা আমাদের জন্য খুব বেশি আনন্দের।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball