কোচদের উৎসাহ বাড়াতে বোনাস দিবে বিসিবি

ছবি:

বাংলাদেশের ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন উদ্যোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে উদ্যোগের কারণে লাভবান হবে দেশের ক্রিকেট এবং খেলোয়াড়রা।
আর এই উন্নয়নের ব্যাপারে কথা বলতেই শনিবার মিপুরের হোম অফ ক্রিকেটে উপস্থিত হয়েছিলেন দেশের ৬৪ জেলার মোট ৬৪ জন কোচ। যাদের সকলের সঙ্গে ক্রিকেটার এবং ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা বলেছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
মিটিংয়ের পর সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সেখানে মিটিংয়ে সকল বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপ করেন তিনি।

পাশাপাশি তিনি আরও জানান, কোচদের উৎসাহ দিতে বড় ধরনের একটু উদ্যোগ নেয়া হয়েছে মিটিংয়ে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ এবং ১৭ দলের ক্রিকেটারদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে।
যুব ক্রিকেটার খুঁজে বের করতে কোচদের উৎসাহ দিতেই মূলত এই উদ্যোগ নিয়েছে বিসিবি। সুজনের ধারণা এই উদ্যোগের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক ক্রিকেটার উঠে আসবে।সাংবাদিকদের সাথে আকাপকালে সুজন বলেন,
'আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমরা একটি ঘোষণা দিতে চাই। অনূর্ধ্ব ১৯, জাতীয় দল কিংবা অনূর্ধ্ব ১৭ দলে যদি আপনাদের জেলার কোনও ক্রিকেটার খেলার সুযোগ পায় তাহলে আপনারা একটি বোনাস পাবেন।
বোনাসের অর্থের পরিমাণটি এখনই বলছি না, তবে সেটি যে বড় একটি অ্যামাউন্ট সেটি নিশ্চিত। অন্তত পাঁচ-দশ হাজার টাকা হবে না।'