এবার মাঠের বাইরে বিতর্কে জড়ালেন সাব্বির

ছবি:

নতুন আরেকটি বিতর্কের জন্ম দিয়েছেন টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে এবার মাঠের বিতর্কে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কে জড়িয়েছেন তিনি।
উইন্ডিজদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর এই কান্ড ঘটান সাব্বির। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। এছাড়াও শেষ ১৪ ম্যাচে কোন ফিফটির দেখা পাননি এই ডানহাতি।
যেকারণে সাব্বিরের পারফর্মেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনাও হয়েছে অনেক। আর এই সমালোচনাই হয়তো মেনে নিতে পারেননি তিনি।

জানা গিয়েছে, সাব্বিরের সাম্প্রতিক ফর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিটকারি মূলক বক্তব্য করেছেন একজন ক্রিকেটপ্রেমি। এছাড়াও আরেক ভক্ত সাব্বিরকে নিয়ে মন্তব্য করেন।
এরপরই সাব্বির রহমান তাদেরকে ফেসবুকে বাজে ভাষায় কথা বলার পাশাপাশি হুমকি দেন। সেই সঙ্গে তাদেরকে ব্লকও করে দেন তিনি। পরবর্তীতে সেগুলোর স্ক্রিনশট নিয়ে এক ভক্ত সেগুলো বিসিবিকে পাঠিয়ে দেয়।
এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কথা বলেছেন ডেইলি স্টারের সঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন বোর্ড এই ব্যাপারে পদক্ষেপ নিবে। তিনি বলেন,
'জাতীয় দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে গাইড লাইন দেয়া আছে। কিভাবে তারা সকলের সাথে কথা বলবেন বা কি করবেন। সেই সঙ্গে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে সেই ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে।
যেহেতু এটা এখন সবাই জেনে গিয়েছে আর বোর্ডও এই ব্যাপারে এখন জানে তাই তার ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নেয়া হবে। ডিসিপ্লিন কমিটি তার ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নিবে।'