promotional_ad

আর কত দিন সিনিয়রদের ছায়াতলে থাকবেন তরুণরা?

সাকিব-তামিম, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

ক্রিকেট বিশ্বে বাংলাদেশ আজ যে অবস্থানে উঠে এসেছে এর পেছনে সবথেকে বেশি অবদান রয়েছে তামিম, সাকিব, মাশরাফিদের মতো ক্রিকেটারদের। তবে আজকের এই সাকিব, তামিমরাই একদিনে গড়ে ওঠেননি।


নিদারুন সাধ্য সাধনা এবং অধ্যবসায়ের প্রতিফল হিসেবে জাতীয় দলে জায়গা পোক্ত করতে পেরেছেন তারা। তবে মুদ্রার ঠিক উল্টো পিঠই যেন দেখা যায় জাতীয় দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে। ক্রিকেটের প্রতি আগ্রহের কমতি হয়তো নেই তাদের, কিন্তু পরিশ্রম করা কিংবা ভুল শুধরানোর যে মানসিকতা থাকা দরকার সেটি একেবারেই অনুপস্থিত তাদের মাঝে।


চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই বিষয়টি প্রকটভাবেই পরিলক্ষিত হচ্ছে। কেননা এখন পর্যন্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতেই তামিম, সাকিবদের মতো সিনিয়ররাই দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলো। কিন্তু সাব্বির, মোসাদ্দেক, এনামুলদের মতো তরুণরা অনেকটা ছায়া হয়েই ছিলেন সিনিয়রদের আড়ালে।


নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার তেমন প্রচেষ্টাও দেখা যায়নি তাদের মধ্যে। অন্তত সাব্বির, মোসাদ্দেকদের শরীরী ভাষা দেখে সেটাই মনে হয়েছিলো। এই পরিস্থিতি যে দেশের ক্রিকেটের জন্য ঘোরতর একটি অশনি সংকেত তা বলাই বাহুল্য।


promotional_ad

কেননা একটা সময় যখন তামিম, সাকিব, মাশরাফিরা অবসর নিয়ে ফেলবেন তখন কিন্তু হাল ধরতে হবে এখন যারা তরুণ তাদেরকেই। কিন্তু এখন থেকেই যদি তাদের মানসিকতা ভঙ্গুর হয় এবং চাপ সামলানোর ক্ষমতা না থাকে তাহলে আদৌ তারা আগামীতে দেশের জন্য কতটা সাফল্য বয়ে নিয়ে আসবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেও সন্দিহান তাঁর উত্তরসূরিদের নিয়ে। অন্তত তাঁর কথাতেই সেই বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। সাকিব তামিমরা এই বয়সে যেভাবে নেটে ঘাম ঝরাচ্ছেন সেটা তরুণদের জন্য অনুকরণীয় হওয়া উচিৎ বলেই মনে করেন তিনি।


শুধু তাই নয়, অনুশীলনে নিজেদের ভুল শুধরে নেয়ার মানসিকতাও থাকতে হবে বলে জানিয়েছেন মাশরাফি। কিন্তু দুঃখের বিষয় সাব্বির, মোসাদ্দেকদের মতো আজকের এই তরুণ ক্রিকেটারদের মধ্যে সেই মানসিকতাই দেখা যায় না খুব একটা। এই কারণে হতাশ টাইগার অধিনায়ক কালের কণ্ঠকে বলেছেন,


‘সাকিব-তামিমরা এই বয়সেও যে কষ্টটা করে, তা অনুকরণীয়। প্র্যাকটিসে একটা একটা করে নিজের ভুল ধরে ধরে শুধরায়। আরে ভাই, প্র্যাকটিস করলেই তো হবে না, সেই প্র্যাকটিসের একটা মানে থাকতে হবে। এতগুলা সিনিয়র ক্রিকেটার দলে। ওদের দেখেও তো কিছু শেখা যায়!’


তবে বাংলাদেশ দলের তরুণ অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। কিছুটা আশার কথা শোনা গেল তাঁর কণ্ঠে। মিরাজের বিশ্বাস একদিন এই তরুণেরাই সিনিয়রদের জায়গা দখল করে দেশকে সাফল্য এনে দিবে। মিরাজ বলছিলেন, 'আসলেই আমরা পারছি না। এটা দলের জন্য ভালো না। তবে দেখবেন একদিন ঠিকই আমরা সিনিয়রদের জায়গাটা নেব।’


উল্লেখ্য ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪৮ রানের দুর্দান্ত একটি জয় পেয়েছিলো বাংলাদেশ। আর এই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সাকিব, তামিম, মাশরাফি এবং মুশফিকের মতো সিনিয়ররাই। অপরদিকে সাব্বির রহমান, এনামুল হকরা ছিলেন নিষ্প্রভ। পরের ম্যাচেও যথারীতি সিরিয়রদের কাঁধে ভর করে জয়ের বেশ কাছে চলে গিয়েছিলো টাইগাররা। কিন্তু এবার আর ভাগ্য সহায় হয়নি তাদের। তরুণ ক্রিকেটারদের ব্যর্থতায় ৩ রানে হেরেছে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball