আয়ারল্যান্ডে সোহান-আফিফদের ভালো করার প্রত্যয়

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরজে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। চোখ ধাঁধানো কিছু না করতে পারলেও নিয়মিতই রান পেয়েছেন, উইকেট নিয়েছেন তিনি।
ভালো পারফর্মেন্সের সুবাদে বাংলাদেশ এ দলের আয়ারল্যান্ড সফরের দলেও জায়গা করে নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন ব্যাটে বলে দারুণ পারফর্ম করে দলের জন্য অবদান রাখতে চান তিনি।
"ওখানে যে কয়টা ম্যাচ খেলি, আমি আমার সেরা পারফর্মটা করার চেষ্টা করবো। নিজের সেরাটা দিয়ে দলের জন্য ভালো কিছু করবো।"

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সাদা পোষাকের সিরিজ শেষে দেশে ফিরেছেন এই তরুণ। শনিবার এ দলের সাথে তিনিও আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
দেশ ছাড়ার আগে আয়ারল্যান্ডে ভালো করার প্রত্যয় প্রকাশ করেছেন তিনিও। তার লক্ষ্য আইরিশদের কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে নিজের সেরাটা খেলা। তবে, কন্ডিশনকে সবচেয়ে বড় বাঁধা মনে করছেন তিনি।
"আমার নিজের জন্য অনেক ভালো হবে যদি পারফর্ম করতে পারি। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভালো খেলাই এখন লক্ষ্য। যদিও এটা চ্যালেঞ্জিং হবে আমার জন্য।"
উল্লেখ্য, আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে ৫ টি ওয়ানডে ও ৩ টি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। ১ অগাস্ট শুরু হবে ৫ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ। ১৩ অগাস্ট থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (ওয়ানডে সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।