দায়িত্ব বাড়ল অস্ট্রেলিয়ার কোচের

ছবি:

ড্যারেন লেহম্যান অস্ট্রেলিয়া দলের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর অজিদের দায়িত্ব দেয়া হয়ে সাবেক ওপেনার জাস্টিন ল্যাঙ্গারকে। যদিও তাকে দায়িত্ব দেয়ার পর তার অধীনে এখনও বড় কোন সাফল্য পায়নি অজিরা।
সম্প্রতিতে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছিল তার দল। কিন্তু সেখানে পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়েই দেশে ফিরতে হয়ে অজিদের। আর এটাই ল্যাঙ্গারের অধীনে এখন পর্যন্ত অজিদের সেরা সাফল্য।
এদিকে দেশে ফিরে আসার কয়েকদিন পরই দায়িত্ব বেড়ে গিয়েছে ল্যাঙ্গারের। কোচের পাশাপাশি আরও একটি দায়িত্ব দেয়া হয়েছে তাকে। সেটি হলো অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফরম্যাটের প্রধান নির্বাচকের দায়িত্ব।

মার্ক ওয়াহ প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর শুক্রবার তার জায়গায় ল্যাঙ্গারের নাম ঘোষণা করেছে সিএ। যার ফলে এখন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন জনে।
জাতীয় নির্বাচক ট্রেভর হনস ও জাতীয় প্রতিভা খুজে বের করতে দায়িত্বে থাকা গ্রেগ চ্যাপেলও কাজ করবেন তার সাথে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হলেও, ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেও সহ-নির্বাচক হিসেবে থাকবেন ল্যাঙ্গার।
ল্যাঙ্গারকে দায়িত্ব তুলে দেয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজার প্যাট হাওয়ার্ড। সেখানে তিনি ল্যাঙ্গারকে এই নতুন দায়িত্ব দেয়ার ব্যাপারে কথা বলেন। তিনি জানান,
'নতুন আরেকটি দায়িত্ব দেয়া হয়েছে ল্যাঙ্গারকে। টি-টুয়েন্টি দলের কোচ হওয়ার পাশাপাশি নির্বাচক হিসেবেও কাজ করবে সে। সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপ যেহেতু অস্ট্রেলিয়ায় আর সে পার্থের সঙ্গে বিগ ব্যাশে দীর্ঘদিন কাজ করেছে তাই সে সকল ক্রিকেটারের দক্ষতা সম্পর্কে ধারনা রাখে।'