তিন নম্বরেই খেলবেন সাকিব

ছবি: সাকিব আল হাসান, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের তিন নম্বর পজিশনটি নিয়ে আলোচনা কম হয়নি। এই পজিশনে কখনোই সেভাবে কাউকে স্থায়ী হিসেবে দেখা যায়নি। কখনও সাব্বির রহমান আবার কখনও লিটন কুমার দাসকে এই অবস্থানে খেলতে দেখা গেছে।
যদিও চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই তিন নম্বর অবস্থানে খেলেই নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন তিনি।
সুতরাং তিন নম্বর পজিশনটি যে সাকিবের জন্য অন্তত আরও কিছুদিন স্থায়ী থাকছে সেটি হলফ করেই বলা যায়। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথাতেও এমন আভাস পাওয়া গিয়েছে। ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নান্নু বলেছেন,

'যখন আপনি একটি নির্দিষ্ট পজিশনে ব্যাটিং করবেন তখন আপনার নিজেকেই কিছু মানসিক বিষয় মানিয়ে নিতে হবে এবং অবশ্যই সাকিব সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছে। প্রথম দুই ম্যাচ দেখে এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে।'
সাকিব তিন নম্বর পজিশনে খেলাটি বেশ উপভোগ করছে বলেও মনে করেন নান্নু। বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটিং দেখে অন্তত সেটাই মনে হচ্ছে উল্লেখ করে টাইগারদের সাবেক অধিনায়ক নান্নুর ভাষ্য,
'অবশ্যই, আমরা এখনও তিন নম্বরে একজনকে স্থায়ী করার জন্য খুঁজছি, তবে সাকিবের ব্যাটিং দেখে মনে কচ্ছে সে এই পজিশনে খেলা দারুণ উপভোগ করছে। আমাদের দলে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার রয়েছে এবং সে যথেষ্ট অভিজ্ঞ যেকোনো পজিশনে ব্যাটিং করার দিক থেকে।
প্রধান নির্বাচক আরও যোগ করেন, 'তাঁকে তিন নম্বরেই বেশি স্বাচ্ছন্দ্য লাগছে। যদি একজন ব্যাটসম্যান কোনও একটি নির্দিষ্ট পজিশনে খেলতে আত্মবিশ্বাসী থাকে তাহলে আমার মনে হয় তাঁকে সেখানেই খেলতে দেয়া উচিৎ।'