বিজয়ের উইকেট নিয়ে শাস্তি পেলেন জোসেফ

ছবি:

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। আর এই ভদ্রলোকের খেলায় ক্রিকেটাররা যেন আচরণবিধি ঠিক রেখে চলেন সেই জন্য কঠোর নিয়ম রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির।
তবে আইসিসির আচরণ বিধির নিয়ম ভঙ্গ করে বিপদে পড়েছেন উইন্ডিজ পেসার আল???ারি জোসেফ। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগার ব্যাটসম্যান আনামুল হককে আউট করে শাস্তির মুখে পড়েছেন তিনি।
ক্রিকেটের চেতনা বিরোধী আচরণ করায় জোসেফকে কঠোর তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি তার আচরণবিধিতে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। তবে কোন প্রকার জরিমানা করা হয়নি তাকে।

টাইগারদের ইনিংসের তৃতীয় ওভারে আনামুল হককে বোল্ড আউট করার পর উত্তেজনার বশে হাতের ইশারায় সাজঘরের পথ দেখান তাকে। যা আইসিসির বিধি অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।
আইসিসির পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, জোসেফকে কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারায় অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি। ধারাটিতে বলা রয়েছে, ‘ব্যাটসম্যানকে আউট করার পর এমন কোনো ভাষা কিংবা অঙ্গভঙ্গি করা যাবে না, যা উসকানিমূলক।’
এ ঘটনায় বৃহস্পতিবার জোসেফকে তিরস্কারের কথা জানিয়েছে আইসিসি। ম্যাচ শেষে ক্যারিবিয়ান এই পেসার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।