promotional_ad

সৌম্য আমাদের যথেষ্ট ভুগিয়েছেঃ নান্নু

promotional_ad

উইন্ডিজদের বিপক্ষে এখনও টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়নি বাংলাদেশের। কিন্তু স্কোয়াড ঘোষণার আগেই দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন সৌম্য সরকার এবং আরিফুল হক।


তবে স্কোয়াড ঘোষণা না করলেও দুজনই থাকছেন টি-টুয়েন্টি স্কোয়াডে এটা অনেকখানি নিশ্চিত। বিপিএলে ভালো পারফর্ম করার পর থেকেই বাংলাদেশ দলের টি-টুয়েন্টি স্কোয়াডে নিয়মিত আরিফুল হক।


অন্যদিকে ফর্মের বাইরে থাকলেও টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই নাকি সৌম্যকে টি-টুয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


যদিও শুরুতে তাকে স্কোয়াডে রাখার ব্যাপারে দোটানায় ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তার উপর আস্থা রেখেই উইন্ডিজ সফরে পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে নান্নু জানান,


promotional_ad

'টি-টুয়েন্টির জন্য আমরা ইতিমধ্যেই আরিফুল হক ও সৌম্য সরকারকে পাঠিয়েছি। আরিফুল হককে আমরা নির্বাচকরা প্রথমেই পছন্দ করেছি। আর সৌম্যর সাম্প্রতিক ফর্মের কারনে আমরা তার ব্যাপারে আমরা একটু দোটানায় ছিলাম।


এই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট সৌম্যকে খুব করে চেয়েছে। দল নির্বাচনের ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের জন্য একটা জায়গা রাখি সব সময়। ওদের চাহিদা অনুযায়ীই দলে নেয়া হয়েছে সৌম্যকে। আমাদের আলাদা পরিকল্পনা ছিল সৌম্যকে নিয়ে, 'এ' দলের যথেষ্ট খেলা আছে সামনে। এই শ্রীলঙ্কা সিরিজেও খেলেছে সে। তারপরও আমি আশাবাদী সে ফর্মে ফিরে আসবে।' 


এছাড়াও সৌম্যকে দলে নেয়ার পেছনে আরেকটা কারণ ছিল যে সে বিদেশে আগে ভালো পারফর্ম করেছে। সঙ্গে উইন্ডিজদের উইকেটের কথা বেবচনা করেও নাকি তাকে দলে রাখা হয়েছে। নান্নু আরও বলেন, 


'বিদেশে সে আগে যথেষ্ট ভালো খেলেছে। বাউন্সি উইকেটে স্কয়ারে অব দ্যা উইকেটে সে ভালো খেলে। গত আট মাস ধরে সে রানে নেই যা আমাদের যথেষ্ট ভুগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি উইকেট আর ফ্লোরিডার উইকেটও একটু গতিময়। এই জন্যই টিম ম্যানেজমেন্ট তাকে দলে চাইছে।'


এদিকে আরিফুল এবং সৌম্য স্কোয়াডে যোগ দেয়ায় ওয়ানডে স্কোয়াডে থাকা কয়েকজন টি-টুয়েন্টি সিরিজে থাকবেন না। জানিয়েছেন মাশরাফির সঙ্গে কে কে দেশে ফিরে আসবে সেটা দ্রুত সিদ্ধান্ত নিবেন তারা। 


'ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো অবশ্যই ফিরবে। আর দুইজনের ব্যাপারে আজকের ম্যাচ শেষ হওয়ার পর আমরা জানাব।' 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball