যুবাদের সঙ্গে অনুশীলনে তাসকিন

ছবি:

একের পর এক ইনজুরির কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে ছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু নিজেকে ফিট করে তুলতে পুরোদমে প্রস্তুত এই পেসার।
কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডে আছেন তিনি। মূল লক্ষ্য 'এ' দলে পারফর্ম করেই জাতীয় দলে ফিরে আসা।
শনিবার (২১ জুলাই) ও সোমবার (২৩ জুলাই) অনুশীলন করেছেন অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। পাশাপাশি জুনিয়র দলের বোলারদের টিপসও দিয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজে ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন মুমিনুল হক। এছাড়া টি-টোয়েন্টি দলের হাল ধরবেন সৌম্য সরকার।
আগামী ২৮ জুলাই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে ১ অগাস্ট শুরু হবে ৫ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ। ১৩ অগাস্ট থেকে শুরু তিন ম্যাচের টি-২০ সিরিজ
বাংলাদেশ ‘এ’ দল:
সৌম্য সরকার (টি-২০ সিরিজের অধিনায়ক ও ওয়ানডের সহ-অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রব্বি, মমিনুল হক (একদিনের সিরিজের অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন (জুনিয়র), জাকির হাসান, নাঈম হাসান, সানজামু ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।