কোহলিকে মিথ্যাবাদী দাবি অ্যান্ডারসনের

ছবি: অ্যান্ডারসন | কোহলি

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি বলেছিলেন, 'আমার রান পাওয়া অথবা না পাওয়া এটা কোন বিষয় না। আমি চাই দল ভালো খেলুক এবং জিতুক।' আর তার এই বক্তব্যের বিপক্ষে নেতিবাচক মন্তব্য করেছেন ইংলিশ ফাস্ট বোলার জিমি অ্যান্ডারসন।
টেস্ট ফরম্যাটের দুই নম্বর ব্যাটসম্যানকে কোন প্রকার ভণিতা না করেই সরাসরি মিথ্যাবাদী বলেছেন অ্যান্ডারসন। কারণ তিনি মনে করেন, ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিততে হলে ভারত দলের অধিনায়ক কোহলিকে অবশ্যই ভালো খেলতে হবে।
আর সে কারণে দলের জন্য রান করতে সব সময়ই মরিয়া হয়ে থাকবেন ভারতীয় এই তারকা। একইসাথে স্বভাবতই দলের সকলে কোহলির কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করবে। সুতরাং কোহলি তার বক্তব্যে মিথ্যাচার করেছেন বলে মনে করেন ইংলিশ তারকা বোলার অ্যান্ডারসন। তার ভাষায়,

‘এটা কোনো ব্যাপার নয়, যদি সে রান না পায়? আমি মনেকরি সে মিথ্যা কথা বলছে। ভারত যদি এখানে জিততে চায় তবে অবশ্যই এটি একটি ব্যাপার। কোহলি তার দলের জন্য রান করতে মরিয়া হয়ে থাকবে। অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের কাছ থেকে আপনি রান প্রত্যাশা করবেন।’
শেষবার ২০১৪ সালে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল ভারত। চার বছর পূর্বে ইংলিশ কন্ডিশনের সাথে নিজেকে একদমই খাপ খাওয়াতে পারেননি কোহলি। সেবার পাঁচটি টেস্টে মাত্র ১৩৪ রান করেছেন তিনি। তবে এবার নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করেই মাঠে নামছেন কোহলি, এমনটাই ধারনা করছেন ইংলিশ এই ক্রিকেটার।
এদিকে ভারতীয় অধিনায়কের বিপক্ষে বেশ ভালোই রেকর্ড রয়েছে অ্যান্ডারসনের। ২০১৪ সালে ৪ বারই কোহলিকে আউট করেছিলেন তিনি। তবে অ্যান্ডারসন মনে করেন, শুধু তিনি একা নন ইংল্যান্ডের সব বোলারের বিপক্ষেই লড়াই করতে হবে কোহলিকে। এ প্রসঙ্গে অ্যান্ডারসনের ভাষ্য,
‘এখন ক্রিকেটাররা শুধু ম্যাচ ফুটেজ দেখে শিখে না। অতীত থেকেও শিখে থাকে। তাই আমি মনে করি কোহলি ২০১৪ সালের সিরিজ থেকে অবশ্যই শিক্ষা নিবে। আমি নিশ্চিত সে কঠোর পরিশ্রম করেছে। শুধু আমার সঙ্গে কোহলির দ্বৈরথ নয়, ওর সঙ্গে ইংল্যান্ড বোলারদের লড়াইটা নিশ্চয়ই আরও জমে যাবে।’