তাসকিন-সৌম্যদের আয়ারল্যান্ড সফরের সূচি প্রকাশ

ছবি:

কদিন আগেই শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ এ দল। লঙ্কানরা টেস্ট সিরিজ জিতে নিলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। কারণ সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টি বাঁধায় পণ্ড হয়েছে।
এদিকে, লঙ্কানদের বিপক্ষে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে চলেছে বাংলাদেশ এ দল। পাঁচ ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
রঙিন পোশাকের এই সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা পেয়েছেন মমিনুল হক, সৌম্য সরকার, তাসকিন আহমেদের মতো জাতীয় দলের তারকারা।
সিরিজের সফর সূ??িও প্রকাশ করেছে বিসিবি। ১ আগস্ট ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। এরপর ২, ৫, ৮ ও ১০ আগস্ট সিরিজের বাকি ওয়ানডে গুলো অনুষ্ঠিত হবে।
১৩ আগস্ট শুরু হবে টি২০ সিরিজ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট। আর ১৭ আগস্ট সিরজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশ এ দলের আয়ারল্যান্ড সফর।
বাংলাদেশ ‘এ’ দলঃ সৌম্য সরকার (টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক, ওয়ানডেতে সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুল হক (ওয়ানডেতে অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।
সফরসূচিঃ