promotional_ad

ড্রয়ের মুখ দেখল লঙ্কা-বাংলা সিরিজ

ছবি-ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নেমেছিলো বাংলাদেশ 'এ' এবং শ্রীলংকা 'এ' দল। কিন্তু ভারী বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।


এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিলো বাংলাদেশ 'এ' দল। এরপর দ্বিতীয় ম্যাচে ৬৭ রানের বড় জয় দিয়ে সিরিজে দারুণভাবে ফিরে আসে লঙ্কানরা। এবার শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১-১ এ ড্র দিয়েই শেষ হলো সিরিজটি।


এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা 'এ' দলের অধিনায়ক থিসারা পেরেরা। কিন্তু বৃষ্টির কারণে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকায় পরবর্তীতে ৫ ওভার কমিয়ে আনা হয় ম্যাচের পরিধি।


এরপর ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারীরা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার সাদিরা সামারাবিক্রমা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান আসে ওয়ান ডাউনে নামা আসান প্রিয়াঞ্জনের ব্যাট থেকে।



promotional_ad

এছাড়াও অধিনায়ক থিসারা পেরেরা ৪৪ এবং শেষের দিকে শিহান মাদুশাংকা ২৯ রান করেন। আর ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড়া করায় লঙ্কানরা।


এদিন বাংলাদেশ 'এ' দলের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন স্পিনার সানজামুল ইসলাম। ৭ ওভার বোলিং করে মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ৪২ রানে ২টি উইকেট তুলে নিয়েছেন খালেদ আহমেদ।


২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সাইফ হাসান এবং জাকির হাসানের ব্যাটে বিনা উইকেটে ১২ রান সংগ্রহ করে বাংলাদেশ 'এ' দল। এরপরে মুষলধারে বৃষ্টি নামায় খেলা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে বৃষ্টি আর না থামায় ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।


বাংলাদেশ 'এ' দলের একাদশঃ



সাইফ হাসান, সৌম্য সরকার, জাকির হাসান, মোহাম্মদ মিথুন (অধিনায়ক), আল আমিন, আরিফুল হক, ফজলে রাব্বি, সানজামুল সাঞ্জামুল, নাঈম হাসান, শরিফুল, খালেদ আহমেদ।


শ্রীলংকা 'এ' দলের একাদশঃ


থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, সাদিরা সামারাবিক্রমা, আশান প্রিয়াঞ্জন, শিহান জয়সুরিয়া, দাশুন শানাকা, আশান শাম্মু, শিহান মাদুশাংকা, ইসুরু উদানা, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball