promotional_ad

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চাই-নাওয়াজ

নাভিদ নাওয়াজ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার নাভিদ নাভিদ নাওয়াজ। আর যুব দলের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন তিনি।


ক্ষুদে টাইগারদের ২০২০ বিশ্বকাপের শিরোপা এনে দিতে কাজ করে যাবেন নাওয়াজ বলেও জানিয়েছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আর সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হলে সবদিক থেকে নিজেদের প্রস্তুত রাখতে হবে উল্লেখ করে নাওয়াজ বলেছেন,


'বাংলাদেশকে আমি বিশ্বকাপ জেতাতে চাই অবশ্যই। বাংলাদেশের যে শক্তিমত্তা রয়েছে তাদের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব বলে আমি মনে করি। ছেলেদের যথেষ্ট স্কিল রয়েছে। তবে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো তাদেরকে কন্ডিশনের জন্য প্রস্তুত করা। সর্বশেষ যখন তারা নিউজিল্যান্ড খেলেছিলো সেটি বাংলাদেশের সাথে থেকে একেবারেই আলাদা ছিলো। আর এবার আমরা দক্ষিণ আফ্রিকায় খেলবো। এখানকার কন্ডিশনও বেশ ভিন্ন, সুতরাং তাদেরকে এই কন্ডিশনের জন্য কিভাবে প্রস্তুত করবো সেটাই এখন বড় বিষয়।'



promotional_ad

এরই মধ্যে ১৫ জন শিষ্যদের নিয়ে কাজ করেছেন নাওয়াজ। বর্তমানে ২০২০ বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। বিশ্বকাপে ভালো করতে হলে হাতে যেটুকু সময় রয়েছে তার সদ্ব্যবহার করতে হবে উল্লেখ করে সদ্য দায়িত্বপ্রাপ্ত এই কোচ বলেন,


'আমি খুলনায় ছেলেদের খেলা দেখেছি। তারা কয়েকটি ম্যাচ খেলেছে। সুতরাং আমি একটি ধারণা পেয়েছি। ওখানে ১৫ জন ছেলে ছিলো। আমি বাকিদের সম্পর্কে ধারণা পাওয়ার অপেক্ষায় আছি কম্বিনেশন কিরূপ হবে সেটি জানতে। আমার পরিকল্পনা হবে ২০২০ সালের বিশ্বকাপকে সামনে রেখে। এর আগে অনেক কাজ করতে হবে টেকনিক্যালি এবং শারীরিকভাবে ওদের এই টুর্নামেন্টে প্রস্তুত করার জন্য। আমাদের এখন পর্যন্ত হাতে যে সময় আছে সেটা কাজে লাগাতে হবে নিজেদের সর্বরূপে প্রস্তুত করার জন্য। আমি আসলেই অনেক রোমাঞ্চিত এই ছেলেদের দায়িত্ব নিতে পেরে। আমি মনে করি এটি অনেক বড় যাত্রা এবং তারা আগামীতে আসলেই অনেক ভালো করবে।'


উল্লেখ্য এর আগে ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষেই একমাত্র টেস্ট খেলেছিলেন লঙ্কান এই ক্রিকেটার। এছাড়াও শ্রীলঙ্কা দলের হয়ে তিনটি ওয়ানডেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নাওয়াজের আগে বাংলাদেশ যুব দলের কোচ হিসেবে কিছুদিন কাজ করেছিলেন স্থানীয় দুই কোচ মিজানুর রহমান বাবুল ও আবদুল করিম জুয়েল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball