ভিভ রিচার্ডসের রেকর্ড ভাংলেন ফখর ??ামান

ছবি:

রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের শেষ ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি।
ওয়ানডে ইতিহাসে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করছেন ফখর। মাত্র ১৮ ইনিংসে এই রেকর্ড গড়েন তিনি।
রেকর্ডটি গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন ক্যারিবিয়ান লিজেন্ড ভিভ রিচার্ডসকে। ৪৩ বছর আগে তার দ্রুততম ১০০০ রানের গড়েন তিনি।

আর ৪৩ বছর পর এবার রেকর্ডটি ভাংলেন ফখর। রিচার্ডসের চেয়ে ৩ ইনিংস কম খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এর আগে সিরিজের চতুর্থ ম্যাচে ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ এবং পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দিশতক হাঁকান ফখর। রেকর্ডটির পাশাপাশি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও হন তিনি।
যার আগের মালিক ছিলেন সাইদ আনোয়ার। ১৯৯৭ সালে রেকর্ডটি গড়েছিলেন তিনি। এদিকে রিচার্ডসের সমান ২১ ইনিংসে ১০০০ রানে পৌঁছেছেন আরও চার জন।
এরা হলে ইংল্যান্ডের কেভিন পিটারসেন এবং জনাথান ট্রট, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং পাকিস্তানের বাবর আজম। এরা সবাই ২১ ইনিংসে ১০০০' রানের ক্লাবে প্রবেশ করেছিলেন।