promotional_ad

আটঘাট বেঁধেই নামছে ক্যারিবিয়ানরা

হোল্ডার
promotional_ad

গায়ানাতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে নিজেদের পরিকল্পনার কথা খোলাসা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জ্যাসন হোল্ডার। জানিয়েছেন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকয়টিতেই ৩০০ রান করার লক্ষ্য তাদের।


পাশাপাশি নিজেদের পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিও বিশেষ নজর দিচ্ছেন ক্যারিবিয়ান দলপতি। হোল্ডারের মতে বর্তমান ক্রিকেট বিশ্বে ৩০০ রান হলো বেঞ্চমার্ক। সুতরাং এই রান করতে না পারলে পরাজয়ের ঝুঁকি থেকেই যায়। এই কারণে টাইগারদের বিপক্ষে কমপক্ষে ৩০০ রান করার লক্ষ্য নিয়েই এগোতে চান তিনি। হোল্ডার বলেন,


'আমাদের ধারাবাহিকতা প্রয়োজন। আমরা কোনও ফরম্যাটেই খুব বেশি ধারাবাহিক নই। আমাদের অবশ্যই পাওয়ার প্লেতে আক্রমণ করতে হবে এবং এভাবেই বিশ্ব ক্রিকেট চলছে। বর্তমানে বিশ্ব ক্রিকেটে ৩০০ রান হলো বেঞ্চমার্ক, সুতরাং আমাদের এটি সর্বদা মাথায় রাখতে হবে।'


৩০০ রান করতে পারলে দলের বোলাররাও এই রান প্রতিহত করার যথেষ্ট সুযোগ পাবে বলে বিশ্বাস করেন হোল্ডার। এক্ষেত্রে মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করা ছাড়াও স্ট্রাইক রোটেট করে খেলার প্রতি জোর দিচ্ছেন তিনি। উইন্ডিজ অধিনায়কের ভাষ্যমতে,



promotional_ad

'আমার মতে আমরা যদি ৩০০ রান করতে পারি, তাহলে বোলাররা সেই রান প্রতিহত করার সুযোগ পাবে, আমাদের মিডল ওভারগুলোতে আরো ভালো করতে হবে এবং স্ট্রাইক রোটেটিংয়ের ব্যাপারে চিন্তা করতে হবে।'


উইন্ডিজ দলে মিডল অর্ডারে রয়েছেন আন্দ্রে রাসেল, জ্যাসন মোহাম্মদের মতো কার্যকরী ব্যাটসম্যানেরা। এছাড়াও রয়েছেন রোভম্যান পাওয়েলের মতো ক্রিকেটার যিনি লোয়ার অর্ডারে বড় স্কোর গড়তে সক্ষম। আর অধিনায়ক হোল্ডারও এক্ষেত্রে কম যাননা। সুতরাং সবমিলিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ক্যারিবিয়ান অধিনায়ক। বলছিলেন,


'আমাদের শেষের দিকে ভালো পাওয়ার হিটার আছে এবং আমরা যদি উইকেট বাঁচিয়ে রাখতে পারি, তাহলে তারা ভালো খেলতে পারবে। কিন্তু আমাদের মিডল এবং লোয়ার অর্ডার দ্রুতই বের করে আনা মোটেও ঠিক হবে না। এতে তাদের ওপর বেশি চাপ তৈরি হবে।'


শুধু তাই নয়, উইন্ডিজ দলে রয়েছেন ক্রিস গেইল, এভিন লুইসদের মতো বিশ্ব মাতানো ব্যাটসম্যানেরাও। সাদা বলের ক্রিকেটে যারা সর্বদাই নিজেদের সামর্থ্যের জানান দিয়ে এসেছেন। দলে তাদের উপস্থিতি আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি করছে হোল্ডারকে। তাদের নিজেদের খেলাটাই খেলতে দেয়া হবে উল্লেখ করে হোল্ডার বলেন,



'সাদা বলের ক্রিকেটে এই ক্রিকেটাররা বিশ্বমানের তারকা। সুতরাং আমি তাদের কাছ থেকে ভালো কিছুই আশা করি। আমি তাদের নিজস্ব খেলাটি খেলতে স্বাধীনটা দিয়েছি এবং আমি তাদের উৎসাহ দেই যতটা সম্ভব তাদের নিজেদের খেলাটি খেলার জন্য। কারণ এটাই সামনের দিকে এগিয়ে যাওয়ার আদর্শ উপায়। আমরা অবশ্যই আমাদের দলের পরিকল্পনা সাজিয়েছি এবং আমি মনে করি তারা এই পরিকল্পনার সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে। আশা করি তিন ম্যাচেই তারা পরিকল্পনামাফিক খেলবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball