লড়াইয়ের ইঙ্গিত মাশরাফির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজের হতাশা ভুলে রঙিন পোষাকে ভালো শুরুর অপেক্ষায় মাশরাফি বিন মর্তুজার দল।
ওয়ানডে দলে বিজয়-মুস্তাফিজ-মোসাদ্দেক-সাব্বিররা যোগ দিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে এদের নিয়েই ভালো শুরু করতে চায় বাংলাদেশ। শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
"বেশ কয়েকজন নতুন খেলোয়াড় আমাদের সাথে যোগ দিয়েছে। আশা করছি এখানে আমরা ভালো ক্রিকেট খেলবো। অবশ্যই ওয়ানডে ক্রিকেট একটি কঠিন ফরম্যাট। আমাদের কম্বিনেশনটা বেশ ভালো। আশা করছি আগামীকাল আমরা ভালো কিছু করবো।"

নিজেদের মাঠে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা অনেক ভয়ঙ্কর। গেইল-আন্দ্রে রাসেলরা নিজেদের দিনে একাই যেকোনো দলকে দুমড়ে মুচড়ে দিতে পারে। এই কথা টাইগার অধিনায়ক মাশরাফির জানা। তবে তিনি মনে করেন নিজেদের কাজটা ঠিকমতো করতে পারলে তা এই ম্যাচে বাংলাদেশ দলের ভালো কিছু করা সম্ভব।
"আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা নিজেদের মাঠে অনেক শক্তিশালী। তাদের বিরুদ্ধে খেলা খুব কঠিন। তবে আমাদের ইতিবাচক থাকতে হবে। আমরা যেটা পারি সেটা করে দেখাতে হবে। আমাদের ঠিক জায়গায় বল করতে হবে। তাদের দুর্বল জায়গায় বল ফেলতে হবে।"
গায়েনার প্রভিডেন্স স্টেডিয়ামে সবশেষ ২০০৭ সালে খেলেছে বাংলাদেশ। এই মাঠে ২৬০-২৮০ রানকে লড়াই করার মতোই পুঁজি মনে করছেন মাশরাফি। টাইগার বোলারদের মূল লক্ষ্য দ্রুত ক্যারিবিয়ানদের গুটিয়ে দেয়া। বিশেষ করে টপ অর্ডার ধসিয়ে দেয়ার পরিকল্পনা মাশরাফির।
"আমরা তাদের তাদের যদি দ্রুত গুটিয়ে দিতে পারি বিশেষ করে তাদের টপ অর্ডার ধসিয়ে দিতে পারি তা দারুণ হবে। এখানে আমরা সবশেষ ২০০৭ সালে খেলেছি। জানিনা এখানে এখন খেলা কেমন হবে। আশা করছি ২৬০ থেকে ২৮০ এখানে ভালো স্কোর হবে।"