রঙিন জার্সিতে ভাগ্য বদলাবে বাংলাদেশের?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হতাশাজনক পারফরমেন্সের পর রবিবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গায়েনার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭ টায় মাঠে নামবে বাংলাদেশ দল।
ফরম্যাটটা ওয়ানডে বলেই সিরিজটি নিয়ে আশাবাদী টাইগাররা। ক্যারিবিয়ানদের বিপক্ষে রোববারের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় ৭ মাস পর ওয়ানডে সিরিজ খেলতে নামবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এর আগে গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিবরা থাকছেন এটা নিশ্চিত। তবে লিটন দাস, এনামুল হক বিজয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনকে নিয়ে কঠিন সমীকরণে পড়তে পারেন নির্বাচকরা।
স্পিন বোলিং আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গী হতে পারেন মেহেদী হাসান মিরাজ অথবা নাজমুল ইসলাম অপু। আর পেস বোলিং আক্রমণে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গী হিসেবে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

তৃতীয় পেসার হিসেবে দেখে যেতে পারে রুবেল হোসেন অথবা ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়েদ রাহীকে। সব মিলিয়ে বাংলাদেশ দলের একাদশ নির্বাচনে বেশ ঝামেলায় পড়তে হবে অধিনায়ক, কোচকে।
অন্যদিকে একাদশ নির্বাচন নিয়ে বেশ নির্ভার ওয়েস্ট ইন্ডিজ, নিয়মিত ওপেনার কার্লোস ব্র্যাথওয়েট না থাকলেও গেইল ও এভিন লুইসকে পেয়ে বেশ স্বস্তিতে স্বাগতিকরা। তাছাড়া দীর্ঘ ৩ বছর পর ক্যারিবিয়ানদের ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণ সামলাবেন আলজারি জোসেফ ও কিমো পাল। তাদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকবেন দেবেন্দ্র বিশু। শাই হোপ, কিরণ পাওয়েল, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডাররা সামলাবেন স্বাগতিকদের মিডল অর্ডার।
ভেন্যুঃ প্রভিডেন্স স্টেডিয়াম, গায়েনা।
পিচ ও কন্ডিশনঃ প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ বরাবরই অনির্দেশ্য। তাছাড়া, দীর্ঘ ১ বছর পর এই মাঠে কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ মাঠে গড়াচ্ছে। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ না হলেও সিপিএল ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ম্যাচ প্রায়ই অনুষ্ঠিত হয় এখানে। এদিকে আবহাওয়া বার্তা মতে সকালের দিকে গায়েনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে যে দলই টসে জিতবে, পরে ব্যাট করার সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), কাইরন পাওয়েল, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), ভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, কিমো পাল, আলজারি জোসেফ।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন , মুস্তাফিজুর রহমান।