promotional_ad

কে বলেছে সাকিব টেস্ট খেলতে চায়না, প্রশ্ন আকরাম খানের

আকরাম খান
promotional_ad

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছিলেন যে, সাকিব আল হাসান টেস্ট খেলতে চান না। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট নিজ মুখে এটা বললেও সাকিব কখনো বলেন নি যে তিনি টেস্ট খেলতে চান না। 


তিনি নাকি সাকিবের কথাবার্তা শুনে বুঝতে পারেন যে টেস্ট দলপতির টেস্ট খেলার কোন ইচ্ছে নেই। পাশাপাশি পাপন আরও মন্তব্য করেছিলেন যে, হয়তো ইনজুরিতে পরতে চান না বলেই টেস্ট ক্রিকেটকে এড়িয়ে চলতে চান সাকিব।


পাপনের এমন বক্তব্যের পর সাকিব অবশ্য এখনও কোন কিছু বলেন নি। তবে সাকিব না বললেও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান শনিবার কথা বলেছেন সাংবাদিকদের সাথে।



promotional_ad

সেখানে তিনি পাপনের বক্তব্য নিয়ে খোলামেলা ভাবে কিছু না বললেও জানিয়েছেন, সাকিব নিজ মুখে বলেনি এখনও যে সে খেলতে চান না। আর বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে তার দলে তারা প্রয়োজন বলেও মনে করেন তিনি। আকরাম খানের ভাষায়, 


'সে তো টেস্ট খেলছে, আর টেস্টের অধিন???য়কও সে। সে কিন্তু বলেনি যে সে খেলতে চায় না। বোর্ড প্রেসিডেন্ট যা বলেছে এই ব্যাপারে আমি পুরোপুরি জানি না। সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার।'

এদিকে আকরাম খান আরও জানিয়েছেন যে, তিনি নিজেও নিশ্চিত নন যে সাকিব এমন কিছু বলেছেন। তিন ফরম্যাটই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তাই তিন ফরম্যাটেই সাকিবের গুরুত্ব অনেক। তার ভাষায়। 



'আমি মনে করি যে তিনটি ফরম্যাটই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমনটা আসলে হওয়া উচিৎ না। আমার নিজের কাছে শুনেও সাকিবের ব্যাপারটি খারাপ লাগলো।'


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball