promotional_ad

চলমান সিরিজেই ফিল্ডিং কোচ পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ দল
promotional_ad

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরেই নতুন ফিল্ডিং এবং ব্যাটিং কোচ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে সকলের সাথে চূড়ান্ত কথাবার্তা সম্পন্নও হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


জানা গেছে ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার রায়ান কুককে দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। বর্তমানে কেপটাউনে গ্যারি কার্স্টেন ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও হাইপারফরম্যান্স ডিরেক্টর হিসেব কাজ করছেন কুক।


পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল হোবার্ট হারিকেন্সের সহকারী কোচও তিনি। এছাড়াও ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ ছিলেন কুক।



promotional_ad

সেক্ষেত্রে বলা যায় অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে আছেন এই প্রোটিয়া। বিসিবি সভাপতি পাপন তাই কুককে নিয়োগ দিতে পেরে বেশ সন্তুষ্ট। এই প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলছিলেন,


'এই সিরিজেই আমাদের নতুন ফিল্ডিং কোচ যোগ দিবে, আমাদের ব্যাটিং কোচও যোগ দিবে। সবাই এই সিরিজেই আসবে। ফিল্ডিং কোচ ঠিক হয়েছে। যাকে আমরা ঠিক করেছি সে অনেক বেশি অভিজ্ঞ এবং সেরাদের মধ্যে একজন।'


এদিকে কয়েকদিন আগেই বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংলিশ সাবেক ক্রিকেটার স্টিভ রোডস। তবে নিয়োগ পাওয়ার পর পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে উড়ে যেতে হয়েছে তাঁকে।



আর সেই কারণে বিসিবি প্রধানের সাথে সেভাবে কথা হয়নি তার। তবে দেশে ফিরে আসলে তার সাথে আলাপ আলোচনা করবেন বলে নিশ্চিত করেছেন পাপন। বলেছেন,


'স্টিভ রোডসের সাথে এর আগে মাত্র আধা ঘণ্টা কথা হয়েছিলো। এছাড়া আর তার সাথে তেমন কথা হয়নি। এরপর সে চলে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজে। দেশে আসার পরে আমরা আবার বসবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball