আপাতত জাতীয় দল নিয়ে ভাবছেন না আরিফুল

ছবি: আরিফুল হক, ছবি - ক্রিকফ্রেঞ্জি

গত কয়েকটি সিরিজে জাতীয় দলের পোশাকে টি টুয়েন্টি ফরম্যাটে খেলেছেন বাংলাদেশের তরুন অলরাউন্ডার আরিফুল হক। গত জুনে আফগানিস্তানের বিপক্ষেও তাকে মাঠে নামানো হয়েছিল।
সেই ম্যাচে ভালো পারফর্মেন্স দেখিয়েছেন আরিফুল। মাত্র এক ওভার বোলিং করে নিয়েছেন একটি উইকেট। ২০১৮ সালের ফেব্রুয়ারীতে অভিষেক হওয়া এই ক্রিকেটার দেশের হয়ে এখন পর্যন্ত মাত্র তিনটি টি টুয়েন্টি খেলেছেন।
সুতরাং ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজেও দলের সাথে থাকছেন তিনি। আমেরিকায় অনুষ্ঠিতব্য এই সিরিজের জন্য ইতিমধ্যে সেখানকার ভিসাও পেয়েছেন আরিফুল।

হয়ত টি টুয়েন্টিতে অলরাউন্ডারের প্রয়োজনীয়তা বিবেচনা করে উইন্ডিজদের বিপক্ষে আরিফুলকে দলে রাখবে নির্বাচকরা। এদিকে বর্তমানে তিনি শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলছেন।
আর চলমান 'এ' দলের এই সিরিজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আরিফুল। শনিবার ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান আরিফুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি টুয়েন্টি সিরিজ নিয়ে তেমন ভাবছেন না আরিফুল।
কারন তিনি মনে করেন, টি টুয়েন্টি খেলাতে চিন্তা ভাবনার কিছুই থাকে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলাটাই তার ভাবনায় শ্রেয়। তবে কোথায় ব্যাটিং করছেন তার উপরও ভাল কিছু করা নি র্ভর করে বলেও ধারনা তার
যদি তাকে জাতীয় দলের হয়ে খেলতে ডাক দেয়া হয়, তাহলে তিনি প্রস্তুত আছেন। তবে এ নিয়ে তেমন কিছু ভাবছেন না দেশের তরুন এই ক্রিকেটার। এ সব প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে দেয়া তার বক্তব্য,
'পরিকল্পনা আসলে তেমন কিছু নেই। আমার মূল ফোকাস এখন এখানে। আসলে টি টুয়েন্টি খেলাতে এত কিছু চিন্তা করার সময় নেই। ওখানে আপনার নির্ভর করে পরিস্থিতির ওপর। আপনি কখন নামছেন এটাই। আর পরিকল্পনা তেমন কিছু নেই। টি টুয়েন্টি খেলা, যাবো এবং খেলবো, এটা নিয়ে ভাবছি না।'