promotional_ad

সিরিজ জিততে চাইঃ আরিফুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

বাংলাদেশ জাতীয় দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। রবিবার শুরু টাইগারদের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। টাইগারদের টি২০ দলে পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হকের ডাক পাওয়া প্রায় নিশ্চিত।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এ দলের হয়ে খেলছেন তিনি। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরমেন্স করেছেন। ব্যাট হাতে মাত্র ২২ বলে ৪৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেছিলেন। এরপর বল হাতে নিয়েছেন দুটি উইকেট।


দ্বিতীয় ম্যাচে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ৫৩ বলে ২৭ রান করে আউট হয়েছেন। ৫ ওভার বল করে ছিলেন উইকেট শূন্য। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে আরিফুল জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচেও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছিলেন তিনি।



promotional_ad

তবে শুরুর দিকে দল দ্রুত উইকেট হারানোয়, চাপের কারণে হাত খুলে খেলতে পারেননি তিনি। রবিবার মাঠে গড়াচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপান্তরিত হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বলে জানিয়েছেন আরিফুল।


'যে সময়টা আমার যেটা করা দরকার ছিলো আমার মনে হয় আমি সেটা করতে পেরেছি। হয়তো বা পরের ম্যাচেও আমি চিন্তা করেছিলাম যে আমাদের যদি প্রথমে একটি বড় জুটি হতো আমার জন্য সহজ হতো ব্যাটিংয়ের জন্য। দ্বিতীয় ম্যাচে আমাদের আর্লি উইকেট পরে যাওয়ার কারণে এবং চাপ থাকার কারণে আমি ফ্রি ভাবে শট খেলতে পারিনি। তারপরেও চেষ্টা ছিলো শেষ পর্যন্ত খেলার। চেষ্টা করেছিলাম ফিনিশিং পর্যন্ত খেলার। তবে সেটি হয়নি। আর আত্মবিশ্বাস আরো বেড়েছে যে প্রথম ম্যাচে ভালো খেলার কারণে। এখন যেহেতু সিরিজ ১-১ সুতরাং আমরা চিন্তা করছি এই ম্যাচটি জিতলে আমরা সিরিজ জিতবো। সবদিক থেকেই আমাদের প্ল্যানিং বলেন সবকিছু বলেন ভালো হচ্ছে।'


সিরিজের প্রথম ম্যাচে দারুণ অর্ধশতক হাকিয়েছিলেন এ দলের দুই ব্যাটসম্যান মিজানুর রহমান ও ফজলে রাব্বি। মিজানুর ৬৭ রানের ইনিংস খেলেছিলেন আর রাব্বি আউট হয়েছিলেন ৫৯ রান করে। দ্বিতীয় ম্যাচে এই দুজনই একাদশের বাইরে ছিলেন। আরিফুল জানিয়েছেন এই দুজনই ইনজুরিতে পড়েছেন। একারণেই দলের বাইরে তারা। 



'দ্বিতীয় ম্যাচে কম্বিনেশন চেঞ্জ করা হয়নি। আসলে দুইজনই ইনজুরিতে ছিলো। এই কারণে তাদেরকে খেলানো হয়নি। পারফর্ম যেহেতু করেছে অবশ্যই খেলতো, কিন্তু ইনজুরিতে থাকার কারণে আসলে তারা খেলতে পারেনি। তাদেরকে আমরা দ্বিতীয় ম্যাচে অনেক মিস করেছি কারণ আমাদের দুইটি ব্যাটসম্যান যখন রানে ছিলো তখন তাদেরকে খেলাতে পারলে আরো ভালো হতো। আর জিততে সবারই ভালো লাগে। আমরা যদি সিরিজটি জিতি তাহলে আমাদের জন্য আসলে অনেক ভালো হবে। কারণ আমাদের 'এ' দলের আবার আয়ারল্যান্ড সফর রয়েছে। যদি আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারি তাহলে সেখানে ভালো খেলতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball