promotional_ad

ফখরের ডাবল সেঞ্চুরির ম্যাচে পাকিস্তানের দাপুটে জয়

সেঞ্চুরির পথে ফখর জামান
promotional_ad

চলতি জিম্বাবুয়ে সফরে একের পর এক রেকর্ড গড়ে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। দলের দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি ক্রিকেটাররাও নিজেদের নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। শুক্রবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৩৯৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান।


যা ওয়ানডে ক্রিকেটে দলটির সর্বোচ্চ সংগ্রহ। এদিন জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে পাকিস্তান। ওপেনিংয়ে ৩০৪ রানের জুটি গড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইমাম-উল-হক ও ফখর জামান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি এখন এই দুজনের দখলে।


এর আগে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনীতে ২৮৬ রানের জুটি গড়েছিলেন দুই লঙ্কান ব্যাটসম্যান সনাৎ জয়সুরিয়া ও উপল থারাঙ্গা। এবার এই দুই তারকাকে পেছনে ফেললেন ফখর-ইমাম। রেকর্ড জুটি গড়ার পথে দুজনই সেঞ্চুরি তুলে নিয়েছেন।



promotional_ad

১২২ বলে আট বাউন্ডারিতে ১১৩ রান করে আউট হয়েছেন ইমাম-উল-হক। আর ফখর তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।   তার ১৫৬ বলে ২৪ চার ও ৫ ছক্কায় গড়া ২১০ রানের ইনিংসে ভর করে ১ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।


যা কোনো পাকিস্তানি ক্রিকেটারের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে পাকিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন সাইদ আনোয়ার। তিনি ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ১৯৪ রান করেছিলেন।


এদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে ৪০০ রানের পাহাড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। পাকিস্তানি স্পিনার শাদাব খানের গুগলিতে ৪২.৪ ওভারে ১৫৫ রানেই আলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।



দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ডোনাল্ড ত্রিপানো। এছাড়া ৩৭ রান এসেছে অধিনায়ক এল্টন চিগুম্বরার ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ৮.৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন শাদাব খান। ফলে ২৪৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এই জয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে দলটি।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball