তারপরও সাকিব-তামিমরা আমাদের সেরা খেলোয়াড়ঃ পাপন

ছবি: সাকিব ও তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। পুরো সিরিজেই ব্যাট হাতে হতাশ করেছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। সাকিব, তামিম, মাহমুদুল্ললাহ, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলেও টাইগাররা ভালো কিছু করে দেখাতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দলের সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিতে না পারার কারণেই বাংলাদেশ দলের এই ব্যর্থতা। তবে এই বাজে পারফরমেন্সের জন্য তাদের কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ তিনি।
"কোথায় খেলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ না, কার সাথে খেলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এদের চেয়ে ভালো কোনো ব্যাটসম্যান নেই আমাদের। টেস্টে মমিনুল আমাদের ভালো ব্যাটসম্যান। মমিনুল, মুশফিক, সাকিব, রিয়াদ যখন শূন্য রানে আউট হবে। তামিমও যদি.২ রান বা ৪ রান করে আউট হয়ে যায় তাহলে ম্যাচের কি অবস্থা হবে এটা জানা কথা।"

এক সিরিজ দিয়েই সাকিব-তামিমদের বাজে ক্রিকেটারের তকমা দিতে চাননা বিসিবি সভাপতি। দলের এই ব্যার্থতাকে একটি বিপর্যয় বলে অবিহিত করেছেন নাজমুল হাসান পাপন। তাছাড়া, সাকিব-তামিমদের নতুন করে শেখানোর কিছু নেই বলেও দাবি করেছেন তিনি।
"এর মানেই এই না যে ওরা আমাদের খারাপ প্লেয়ার। ওরাই আমাদের সেরা খেলোয়াড়। যত গুলো সিরিজে আমরা ভালো করেছি, ওরাই পারফর্ম করেছে। সব মিলিয়ে এটা একটি বিপর্যয়। ওদের আসলে নতুন করে শেখানোর কিছু নাই। এতো বছর পরে ওদের কি শেখাবো? নতুন প্লেয়ারদের শেখানো যায়। এদের শেখানো সম্ভব না।"
বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যানরা কিছু করে দেখাতে পারেননি। ব্যাপারটিকে বেশ দুঃখজনক বলে মনে করেন পাপন। তবে এই উইকেট ক্যারিবিয়ানরা এতো রান করায় অবাক হয়েছেন বিসিবি সভাপতি। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণটা ভালো এটা মানছেন তবে এর সুবিধা বাংলাদেশ দল নিতে না পারায় বেশ হতাশ হয়েছেন তিনি।
"নিঃসন্দেহে এটা একটি বিপর্যয় হয়েছে। ক্রিকেটে এটা অস্বাভাবিক কিছু না। দুঃখজনক, আমাদের খারাপ লাগে ওদের মতো ব্যাটসম্যানরা ওখানে খাপ খাওয়াতে পারেনি। ওদেরও (ওয়েস্ট ইন্ডিজের) এই পিচে এতো রান করার কথা না। আমাদের ঠিক আগেই শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা হয়েছিল। একদিনেই ১৮ উইকেট গিয়েছিল। ওদের পেস বোলিংটা ভালো আমরা এই অ্যাডভান্টেজটা নিতে পারিনি।"