সাইদ আনোয়ারের রেকর্ড ভাঙ্গলেন ফখর জামান

ছবি:

ওয়ানডেতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দিশতক হাঁকিয়েছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে এই রেকর্ড গড়েন তিনি।
আর প্রথম পাকিস্তানি হিসেবে এই রেকর্ডে নাম লেখিয়েছেন ফখর। এর আগে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি ছিল সাবেক ওপেনার সাইদ আনোয়ারের।
ভারতের বিপক্ষে ১৯৯৭ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এদিন ব্যক্তিগত ২১০ রানে অপরাজিত ছিলেন ছিলেন ফখর জামান। ইনিংসটি খেলতে বাঁহাতি এই ওপেনারের লেগেছিল ১৫৬ বল।

যেখানে ২৪টি চার এবং ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে ওয়ানডেতে সর্ব প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের শচিন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১০ সালে এই রেকর্ড গড়েন তিনি।
আর ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ভারতের রোহিত শর্মা। ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে রেকর্ডটি গড়েন ভারতের এই ওপেনার। এছাড়া আরও ২বার এই ফরম্যাটে ডাবল হান্ড্রেড হাঁকিয়েছেন তিনি।
অন্যদিকে ক্রিস গেইল, মার্টিন গাপটিল, ভিরেন্দ্র শেহবাগেরও রয়েছে একটি করে দিশতক। রহিত শর্মার ২৬৪ রানের ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটির মালিক মার্টিন গাপটিল (২৩৭ রান)