১২ বছর আগের রেকর্ড ভাঙ্গলেন দুই পাকিস্তানি ওপেনার

ছবি:

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ওপেনিং রানের জুটি গড়েছেন পাকিস্তানের ফখর জামান এবং ইমাম উল হক। দুজন মিলে উদ্বোধনী জুটিতে ৩০৪ রান যোগ করেন।
দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ইমাম ১১৩ রান করে বিদায় নিলেও ফখর ক্রিজে আছেন ১৮০ রান নিয়ে। আর মাত্র ১৫ রান করলেই পাকিস্তানের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ডটিও হয়ে যাবে তার।
এছাড়াও ফখরের সামনে সুযোগ রয়েছে প্রথম পাকিস্তানী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ২০০ রান করার। এর আগে ভারতের বিপক্ষে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন সাবেক ওপেনার সাইদ আনোয়ার।

এদিকে সর্বোচ্চ ওপেনিং জুটি গড়ার দিন এই দুজন পেছনে ফেলেছেন ১২ বছর আগে গড়া একটি রেকর্ডকে ২০০৬ সালে উপুল থারাঙ্গা এবং সানাথ জয়সুরিয়া মিলে উদ্বোধনী জুটিতে করেছিলেন ২৮৬ রান।
সেটা ছিল ইংলিশদের বিপক্ষে। আর এই প্রথম ওয়ানডে ক্রিকেট দেখলো প্রথম তিনশো রানের উদ্বোধনী জুটি। আর আগের রেকর্ডটি ছিল জয়সুরিয়া এবং থারাঙ্গারই।
অন্যদিকে গেল বছর ওপেনিং জুটিতে ২৮৪ রান যোগ করেছিলেন ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড। একই বছর দক্ষিন আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক এবং হাসিম আমলা উদ্বোধনী জুটিতে গড়েছিলেন ২৮২ রান।