অপেক্ষা বাড়ছে বিজয়ের?

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য উইকেট রক্ষক এনামুল হক বিজয়কে স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছর জানুয়ারিতে দেশের মাটিতে জাতীয় দলে ফিরে আসার পর সুযোগটাকে কাজে লাগাতে পারেননি তিনি।
এবার আরও একটি সুযোগ রয়েছে তার সামনে। হয়তো এবার নিজেকে প্রমান করতে না পারলে আবারও লম্বা সময়ের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাবে তার জন্য। তাই উইন্ডিজ সফর বিজয়ের জন্য বিশাল বড় এক চ্যালেঞ্জ।
তবে বিজয়কে হয়তো নিজেকে প্রমান করার জন্য অপেক্ষা করতে হবে। কারণ ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ দারুন একটি ইনিংস খেলেছেন উইকেট রক্ষক লিটন কুমার দাস। আর ৭০ রানের ইনিংসটির কারণে প্রথম ওয়ানডেতে তামিমের সঙ্গে ওপেন করবেন লিটন।

আর লিটন ওপেন করলে দলে জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশী বিজয়ের। তবে লিটনের পাশাপাশি বিজয়ের কাজটা আরও কঠিন করেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কারণ প্রস্তুতি ম্যাচে দারুন বোলিং করেছেন তিনি।
সেই সঙ্গে ব্যাট হাতে কার্যকারী ভুমিকা রাখতে সক্ষম এই তরুনের উপর লোয়ার মিডেল অর্ডারে ভরসা রাখবে বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট। আর তিন নম্বর পজিশনে সাব্বির খেললে বিজয়কে বেঞ্চেই থাকতে হবে।
তাই সব মিলিয়ে প্রথম ওয়ানডেতে বিজয়ের থেকে লিটনের একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশী। কিন্তু লিটন ব্যর্থ হলে সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে কপাল খুলতে পারে এই ডানহাতি ব্যাটসম্যানের।