promotional_ad

টাইগারদের দাপুটে বোলিংয়ে নিদারুণ বিপদে শ্রীলঙ্কা

promotional_ad

শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিলো বাংলাদেশ এ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবারো মাঠে নেমেছে সফরকারীরা।


তবে এই ম্যাচে খেলতে নেমেও বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়তে হয়েছে লঙ্কান ব্যাটসম্যানদের। এদিন শুরুতে টসে জিতে খেলতে নেমেই মাত্র ৭২ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।


এরপর শত রানের কোটা পার করার পর পরই আরো ৩টি উইকেট দ্রুত হারিয়ে বসে তারা। পরবর্তীতে ১২৯ রানের মাথায় আফিফ হোসেন ধ্রুবর বলে লঙ্কান ব্যাটসম্যান মিনোদ ভানুকা ফিরে গেলে চরম বিপদে পরে শ্রীলঙ্কা এ দল।


ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের স্কোর দাঁড়িয়েছে ৭ উইকেটে ১২৯ রান। শ্রীলঙ্কা শিবিরে মূলত ধ্বস নামানোর কাজটি করেছেন নাইম হাসান এবং সানজামুল ইসলাম। নাইম একাই প্রতিপক্ষের ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেলেন।



promotional_ad

অপরদিকে সানজামুল পেয়েছেন ২টি উইকেট। আর আল-আমিন একটি উইকেট নিতে সক্ষম হয়েছেন। শ্রীলঙ্কার পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৪ রান করেছেন উপুল থারাঙ্গা। এছাড়াও আশান প্রিয়াঞ্জন ২১ এবং দাসুন শানাকা ১৭ রান করেন। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন অলরাউন্ডার থিসারা পেরেরা।


বাংলাদেশ এ একাদশ-


সাইফ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন (অধিনায়ক), জাকির হাসান, আল-আমিন, আরিফুল হক, সানজামুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।


শ্রীলঙ্কা এ একাদশ-



উপুল থারাঙ্গা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, শিহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, দাশুন শানাকা, আশান প্রিয়াঞ্জন, শাম্মু আশান, শিহান মাদুশাংকা, পুস্পাকুমারা, নিশান পেইরিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball