আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আইসল্যান্ডের

ছবি:

সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল আইসল্যান্ড ফুটবল দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ড্র করেছিল তারা। তাছাড়া সবচেয়ে ছোটো দেশ হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছে দলটি।
এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় দলটি। আগামী ২৪ জুলাই এমসিসি একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের হ্যাম্পটন হিল ক্রিকেট ক্লাব মাঠে।
একদিনের এই ম্যাচটি হবে ৪০ ওভারের। আইসল্যান্ড তাদের ক্রিকেট যাত্রার আগে একটি দুঃসংবাদও পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে মূল দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলতে পারছে না।

কারণ মূল দলের বেশিরভাগ ক্রিকেটারই অন্য দেশের। তাদের আইসল্যান্ডের বাইরে যাওয়ার অনুমতি নেই। এদিকে আইসল্যান্ডে কোনো ক্রিকেট মাঠ নেই। নেই কোনো বিশেষ পিচের ব্যবস্থা।
তারা ক্রিকেট খেলেন সংসদ ভবনের সামনে খোলা জায়গায়। তবে, ক্রিকেট সুবিধা না থাকলেও আইসল্যান্ড ক্রিকেট বোর্ড আশা করছেন খুব দ্রুতই তারা ইউরোপিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য পদ পেয়ে যাবেন।
এরপর তাদের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহকারী দেশের মর্যাদা পাওয়া। চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে মোট চারটি ম্যাচ খেলবে আইসল্যান্ড ক্রিকেট দল। এর মধ্যে দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ এমসিসি একাদশ।