অবশেষে যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

ছবি:

অবশেষে বাংলাদেশ দলের সাথে যোগ দিচ্ছেন ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২২ জুলাই টাইগারদের সঙ্গে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সফর শুরুর পর দুটি টেস্ট খেলেছে টাইগাররা। দুই ম্যাচেই দলের ব্যাটম্যানদের দুর্বলতা চোখে পড়েছে। প্রায় সবাই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। এক ইনিংসে ৪৩ রানে অল আউট হওয়ারও লজ্জার রেকর্ড হয়েছে।
এই মুহূর্তে একজন ব্যাটিং পরামর্শকের অভার বোধ করাই স্বাভাবিক। তবে রাতারাতি তিনি বাংলাদেশ দলকে পরিবর্তন করে দিতে পারবেন না। তাই তাকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেয়া হচ্ছে।

সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরার বিদায়ের পর একজন ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা বেশ অনুভব হচ্ছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট ও ৬৪ ওয়ানডে খেলা ৪২ বছর বয়সী ম্যাকেঞ্জি অবশেষে সেই শূন্য স্থানটা পূরণ করছেন।
গায়ানায় ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২২ জুলাই। ম্যাকেঞ্জি সেই ম্যাচ থেকেই দলের সঙ্গে থাকবেন এমনটাই জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন সুজন।
‘আশা করছি, ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক যোগ দেবেন। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। আমরা আশা করছি, ২২ তারিখের মধ্যে তিনি যোগ দেবেন।’
বিস্তারিজ না বললেও নিজাম উদ্দিন বলেছেন ম্যাকেঞ্জিকে আনা হচ্ছে ২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে। সদ্যই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ নাভীদ নেওয়াজ যোগ দিয়েছেন দলের সঙ্গে। সাবেক এ শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে যুবাদের কোচ হিসেবে নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন,
‘২০২০ সালে পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। সেভাবে আমরা পরিকল্পনা করছি। নেওয়াজের পাশে কিছু সাপোর্টিং স্টাফ নিয়োগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে। আমরা কিছু সফর নিশ্চিত করেছি। চার থেকে পাঁচটা দেশ-বিদেশে সিরিজ খেলবে দল। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে হোম-অ্যাওয়ে সিরিজ নিশ্চিত হয়েছে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়েতে কন্ডিশনিং ক্যাম্প বা বাড়তি কিছু ম্যাচ খেলা যায় কি না, সেটাও বিবেচনায় রয়েছে।’