ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে কোহলি-রুট

promotional_ad

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দাপুটে পারফরমেন্স দেখিয়েছেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জো রুট। এই পারফরমেন্সের সুবাদে আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি।


৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে এই অবস্থানে আছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কাণ্ডারি। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া এই সিরিজে প্রথম ম্যাচে মাত্র ৩ রান করে আউট হলেও পরের দুই ম্যাচে ১১৩ ও ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।


এদিকে, অধিনায়ক হিসেবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে হেরেছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তবে ব্যাট হাতে সফল হয়েছেন এই ভারতীয় তারকা। ফলে ক্যারিয়ার সেরা ৯১১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।


promotional_ad

কোহলি সদ্য শেষ হওয়া এই সিরিজে প্রথম ম্যাচে ৭৫ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ৪৫ ও তৃতীয় ম্যাচে খেলেছেন ৭১ রানের ইনিংস। আর তাতেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা জো রুটের সাথে রেটিংয়ের ব্যবধানটা নিয়ে গেছেন ৯১ তে।


র‍্যাঙ্কিংয়ের সর্বকালের রেকর্ড ঘাটলে দেখা যায়, কোহলি ওয়ানডেতে সর্বোচ্চ রেটিং পাওয়া ক্রিকেটারদের তালিকায় অবস্থান করছেন ৬ নম্বরে। এই তালিকার সবার উপরে আছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডস।


তিনি ১৯৮৫ সালের ডিসেম্বরে ৯৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিলেন। এদিকে, বোলাদের র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন ভারতীয় বোলাদ কুলদ্বীপ যাদভ। তার অবস্থান ৬ নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৯ উইকেট দখল করেছেন এই ভারতীয় স্পিনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball