টাইগার যুবাদের বিপক্ষে এইচপির দাপুটে জয়

ছবি:

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একটি অনুশীলন মূলক ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স দল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।
এই ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে হাইপারফরমেন্স দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরু থেকেই টাইগার যুবাদের চাপে রাখেন হাই পারফরমেন্স দলের বোলাররা।

তবে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহমুদুল হাসানের ৫০ ও অমিত হাসানের ৫৩ রানে সম্মানজনক পুঁজি পায় যুবারা। এই দুইজন ছাড়াও পারভেস ৩৪ ও শামীম পাটোয়ারী ৩১ রান করেছেন।
এইচপি দলের বোলারদের মধ্যে ২ টি উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন। ১ টি করে উইকেট নিয়েছেন কাজী অনিক ও জুবায়ের হোসেন লিখন। ২০৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেট হারিয়েই সহজ জয় পায় এইচপি দল।
দলের হয়ে সাদমান ইসলাম ৬০, মজিদ ৬১, মেহেদী হাসান ৩৬ রান করে আউট হয়েছেন। তৌহিদ হৃদয় ৪০ ও তানভীর হায়দার কোনো রান না করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মৃত্যুঞ্জয় , শাহাদাত হোসেন ও রকিবুল নিয়েছেন ১ উইকেট।