এবার মেয়েদের চোখ বিশ্বকাপে

ছবি:

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের বাছাই পর্বেও ধারাবাহিক পারফর্মেন্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভিন্ন কন্ডিশনের পরীক্ষায় ভালো ভাবেই পার পেয়ছে বাংলাদেশের মেয়েরা।
তবে আসন্ন বিশ্বকাপে ভালো করতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ দল। সেই লক্ষ্যেই দ্রুতই আবারও অনুশীলন শুরু করবে নারী ক্রিকেটাররা।
জানা গিয়েছে বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুই মাসের অনুশীলন ক্যাম্প করবে নারী ক্রিকেট দল। এমনকি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপ শুরুর কয়েকদিন ওয়েস্টইন্ডিজ যাবে টাইগ্রেসরা।

এমনটা জানিয়েছেন, নারী ক্রিকেট দলের ম্যানেজার, নাজমুল আবেদিন ফাহিম। এশিয়া কাপ জেতার পর থেকে নারী দলের সবাই আত্মবিশ্বাসী হয়ে আছেন। সঙ্গে সম্প্রতি সময়ে সফলতা তাদেরকে আরও চাঙ্গা করে রেখেছে। তিনি বলেন,
'এশিয়া কাপে শিরোপা জেতার পর আত্মবিশ্বাস বেড়েছে মেয়েদের। তারপর আয়ারল্যান্ড ও বিশ্বকাপ বাছাইয়ে ভালো করায় এখন নিজেদের সামর্থের উপর আস্থা আরো বেড়েছে। বিশ্বকাপে সেমিফাইনাল খেলাই লক্ষ্য টাইগ্রেসদের।'
এদিকে এশিয়া কাপের আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। কিন্তু হুট করে বাংলাদেশ দলের এভাবে বদলে যাওয়ার রহস্য জানতে চাইলে ফাহিম জানান,
'দক্ষিণ আফ্রিকায় ব্যর্থ সিরিজে থেকেই শুরু ঘুরে দাড়ানোর। তখন টি-টায়েন্টিতে তুলনামুলক ভালো খেলার পর আত্ম্ববিশ্বাস বেড়ে যায় টাইগ্রেসদের। তারপর এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় নিজেদের স্বামর্থ বুঝতে পারে মেয়েরা।'