promotional_ad

সিরিজ জয়ের মিশনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড

promotional_ad

চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। ইংল্যান্ডের লিডসে অনুষ্ঠিতব্য এই ম্যাচ জেতার মাধ্যমেই সিরিজ নিশ্চিত করতে চাইবে দুই দল। কারণ এর আগের দুটি ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে। 


সুতরাং সিরিজ জিততে হলে দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম ম্যাচেই হোম কন্ডিশনের সুবিধায় থাকা ইংল্যান্ডকে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ সমতায় নিয়ে আসে ইংল্যান্ড। 


সে ম্যাচে ভারতকে ৮৬ রানে পরাজিত করে স্বাগতিকরা। টি টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হওয়া এই সফরে প্রথম থেকেই দারুণ ফর্মে ছিল সফরকারী ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল, একই সাথে অধিনায়ক ভিরাট কোহলি এই সিরিজে রয়েছেন দুর্দান্ত ফর্মে।


যার সুবাদে টি টুয়েন্টি সিরিজ এবং প্রথম ওয়ানডে খুব দাপটের সাথে জিতে যায় ভারত। তবে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় দলের কাউকেই তেমন ভালো খেলতে দেখা যায়নি। যার ফল হিসেবে ম্যাচটি পরাজিত হয় ভিরাট কোহলিরা।



promotional_ad

এদিকে প্রথম ম্যাচ পরাজিত হওয়া ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ খুব প্রভাব দেখিয়ে জয়লাভ করে। আর সম্পূর্ণ সিরিজ জুড়ে ফর্মে না থাকা ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান জো রুট এই ম্যাচের মাধ্যমে নিজের চেনা রূপে ফিরে আসেন। 


অপরদিকে ইনজুরি কাটিয়ে দলে ফেরা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে এখন পর্যন্ত সেভাবে পারফর্ম করতে দেখা যায়নি। তবে তিনি যেকোন সময় বিধ্বংসী হয়ে উঠতে পারে।


এছাড়া ভারতীয় দুই লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব ইতিমধ্যে তাদের সামর্থ্যের কথা জানান দিয়েছেন। এখন পর্যন্ত দুই দলের বোলারদের মধ্যে এই দুইজনই সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছেন।


আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়া এই ম্যাচের জন্য দুই দলের কিছু পরিকল্পনা থাকবে এমনটাই স্বাভাবিক। তবে কারা সে অনুযায়ী কাজ করে ভালো খেলা উপহার দিতে পারবে এটাই দেখার বিষয়।



ভারত একাদশ (সম্ভাব্য):রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল/ দীনেশ কার্তিক, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, উমেশ যাদব।


ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জ্যাসন রয়/জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ডেভিড উইলি, আদিল রশীদ, লিয়াম প্লানকেট, মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball