promotional_ad

বিশ্বকাপে খেলবেন মাশরাফি?

promotional_ad

আগামী বছরেই ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।


দেশের শীর্ষ স্থানীয় বাংলা অননাইল পোর্টাল বিডি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি নিজেই জানিয়েছেন এমনটা। কিন্তু থাকবেন কি থাকবেন না সেটি নিয়ে না ভেবে বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি ঠিকই চালিয়ে যাচ্ছেন তিনি। মাশরাফি বলেন,


'বিশ্বকাপে আমিই থাকব কিনা কে জানে! ২০১১ বিশ্বকাপেও তো থাকতে পারিনি। তবে সিরিয়াসলি বললে, বিশ্বকাপ নিয়ে তো অবশ্যই ভাবতে হবে এখন থেকে। এখান থেকেই প্রস্তুতি শুরু। প্রতিটি সিরিজ এখন থেকে গুরুত্বপূর্ণ।'


বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজকেই দেখছেন মাশরাফি। এই সিরিজে কিছু সুনির্দিষ্ট জায়গায় এখন উন্নতি করার পাশাপাশি কিছু খেলোয়াড়দেরকে নিয়েও কাজ করতে হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন,



promotional_ad

'কিছু সুনির্দিষ্ট জায়গা আছে, যেখানে কিছু ক্রিকেটারকে নিয়ে এখন থেকেই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। বিশ্বকাপে যাকে আমরা চাই, তাকেও তো পর্যাপ্ত সময় আমাদের দিতে হবে। ১ বছর সময় আছে। কিছু জায়গা আছে, তারা পারফর্ম না করলেও বিশ্বকাপের আগে তাদের বদলের সুযোগ নেই। ফর্ম না থাকলে ফেরানোর চেষ্টা করতে হবে। আর কিছু জায়গা নিয়ে কাজ করতে হবে।'


মাশরাফি কথা বলেছেন নতুন কোচ প্রসঙ্গেও। নতুন কোচ স্টিভ রোডসের সাথে এখনও সেভাবে আলাপ হয়নি তাঁর। তবে ইংলিশ এই কোচের সাথে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলেও বিশ্বাস করেন মাশরাফি। তাঁর ভাষায়,


'এখনও খুব বেশি মেশা হয়নি কোচের সাথে। আমি এমনিতে কমফোর্টেবল মানুষ। কারও সঙ্গে আমার মিশতে, কিংবা কারও আমার সঙ্গে মিশতে সমস্যা হওয়ার কথা নয়। ওখান যাওয়ার পর কোচের সঙ্গে কথা হবে। ওর ভাবনা, চিন্তা, পরিকল্পনা নিশ্চয়ই আছে। তার সঙ্গে আমার আর সাকিবের ভাবনার সমন্বয় করতে হবে।'


গত জানুয়ারি থেকেই ক্রিকেটের ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বাংলাদেশ। কোচের কারণেই এই অবস্থার মুখে পড়তে হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে নড়াইল এক্সপ্রেস বিষয়টি পুরোপুরি মানতে চাইলেন না। বরং এমনটা বললে অজুহাত হিসেবেই দেখা হবে বিষয়টিকে উল্লেখ করে মাশরাফি বললেন,



'কোচের কথা বললে অজুহাত দেখানো হবে। আমি এসব অজুহাত দাঁড় করাতে চাই না। সিম্পলি আমাদের ব্যর্থতা। আমরা পারিনি, যেটা পারা উচিত ছিল। হ্যাঁ, কোচ একটা বড় ব্যাপার অবশ্যই। কিন্তু দিন শেষে খেলতে তো আমাদেরই হবে। ওই ক্রিকেটাররাই আছে। কোচ থাকলে উনিশ-বিশ হতে পারে। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে ৮৪ রানে অলআউট বা এবার ৪৩ করা, দেড়শ করত না পারা, এসব তো কোচের ব্যাপার নয়। আমরাই পারিনি।'


তবে কোচ না থাকলেও যে বাংলাদেশ যে খুব একটা খারাপ খেলে না এর বড় প্রমাণ ছিলো গত ত্রিদেশীয় সিরিজেই। সেই সিরিজের প্রথম তিন ম্যাচে দারুণ খেলেছিলো বাংলাদেশ দল। এমনকি লঙ্কানদেরকেও হারিয়েছিলো তারা। এই প্রসঙ্গে মাশরাফির ভাষ্য,


'ত্রিদেশীয় সিরিজে প্রথম তিন ম্যাচে আমরা দারুণ খেলেছি, শ্রীলঙ্কাকে দেড়শ রানে হারিয়েছি। তখন তো হাথুরুসিংহে আমাদের কোচ নয়। আমরা পেরেছিলাম। এরপর আমরাই পারিনি। ৮৪ রানে অলআউট থেকে খারাপের শুরু হলো। আমি মানসিকতার ব্যাপারটিকেই মূল সমস্যা মনে করি। সংশয়ের বীজ ঢুকে গেছে হয়ত, সেটা বের করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball