সুযোগটা লুফে নিক বিজয়ঃ মাশরাফি

ছবি:

উইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়। আর এটাকেই বিজয়ের জন্য অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তোজা।
ফর্মহীনতার কারণে দলে নেই সৌম্য সরকার। ওয়ানডে দলে নিয়মিত নন ইমরুল কায়েস। তাই ওপেনার হিসেবে বিজয়ের উপরেই ভরসা রাখতে চান ম্যাশ।
সবকিছু ঠিক থাকলে তামিমের সঙ্গে মাঠে নামবেন এই ডানাহাতি ব্যাটসম্যান। যদিও চলতি বছরই একবার সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমান করার।

কিন্তু ত্রিদেশীয় সিরিজে নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছিলেন বিজয়। তাই এবার জাতীয় দলে জায়গা পাকা করতে হলে বিজয়কে ভালো করতেই হবে।
যদিও কাজটা সহজ নয় তার জন্য। উইন্ডিজদের কন্ডিশনে নিজেকে প্রমান করা কঠিনই হবে বিজয়ের জন্য। তবে প্রতিকূল পরিস্থিতিতেই নিজেকে প্রমান করতে পারার আনন্দটাও যে ভিন্ন।
তাই সব মিলিয়ে বিজয় নিজেকে প্রমান করতে পারবে এমনটাই বিশ্বাস মাশরাফির। এছাড়াও আসন্ন বিশ্বকাপের জন্য দলে জায়গা পাকা করতে এটাকেই বিজয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। মাশরাফি জানান,
'এই মুহূর্তে বিজয়ের (এনামুল হক) ওপর পুরো বিশ্বাস রাখতে চাই। ত্রিদেশীয় সিরিজে দলে ছিল, এই সিরিজে আছে। যেহেতু তাকে দলে নেওয়া হয়েছে, আমি দ্বিতীয় কাউকে নিয়ে চিন্তা করতে চাই না।
চাইব, সে সুযোগটা লুফে নিক। বিশ্বকাপ আসতে আসতে যেন শুধু জায়গা পাকা করাই নয়, দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।'