র্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

ছবি:

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের পর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫৮ এবং ৬০ রানের ইনিংস খেলে দিমুথ করুণারত্নে প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান ১০ নম্বরে। তাছাড়া, দুই প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম ও ডিন এলগারও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। জায়গা করে নিয়েছেন যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১১০ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট ৩ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ১৩ নম্বরে। র্যাঙ্কিংয়ের এক নম্বরের জায়গার কোনো পরিবর্তন হয়নি।
এক বছরের নিষেধাজ্ঞায় থাকলেও শীর্ষস্থান ধরে রেখেছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তাছাড়া, দুই নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তৃতীয় অবস্থানে ইংলিশ ব্যাটসম্যান জো রুট।
আর চার নম্বরে আছেন কিউই তারকা কেন উইলিয়ামসন। টাইগার ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ৫৪ রানের ইনিংস খেলে দুই ধাপ উন্নতি করে অবস্থান করছেন ২২ নম্বরে।