ওয়ানডে সিরিজের আগেই যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

ছবি:

সাবেক লঙ্কান ক্রিকেটার থিলান সামারাবিরার বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদটা খালি পড়ে আছে। এরপর টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে অনেক রথী মহারথীদের নাম শোনা গিয়েছিল।
সবচেয়ে বেশি শোনা গিয়েছিল মাইকেল বেভানের কথা। তবে, কারোর সাথে চুক্তি চূড়ান্ত হচ্ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অবশেষে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার নিল ম্যাকেঞ্জিকে নিয়োগ দিয়েছে বিসিবি।
বাংলাদেশ দল এখন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজের দ্বিতীয় টেস্ট সিরিজ শুরুর আগে ৭ জুলাই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল ম্যাকেঞ্জির। তবে নির্ধারিত সময়ে তিনি যোগ দিতে পারেননি।

বিসিবির বরাতে জানা গেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই টাইগারদের সঙ্গে গায়েনাতে যোগ দিচ্ছেন এই প্রোটিয়া কোচ। এর আগে দুইবার দক্ষিণ আফ্রিকা যুব দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
প্রথমে ২০১৬ সালে প্রোটিয়া যুব দলের সাথে বাংলাদেশ সফরে এসেছিলেন ম্যাকেঞ্জি। তবে সেই সিরিজটি তার জন্য সুখকর হয়নি। কারণ দক্ষিণ আফ্রিকান যুবারা সেবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছিল।
এরপর চলতি বছরের শুরুতে আবারও দক্ষিণ আফ্রিকা যুব দলের সহকারী কোচের দায়িত্ব নেন তিনি। এবার বাংলাদেশ দলের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে আসছেন এই সাবেক প্রোটিয়া তারকা।