promotional_ad

রয়ের ইনজুরিতে ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ

promotional_ad

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেছেন তারকা ইংলিশ ওপেনার জেসন রয়। আঙ্গুলের ইনজুরির কারণে ভিরাট কোহলিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী এই ম্যাচে মাঠে নামতে পারছেন না রয়।


ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন এই ইংলিশ ওপেনার। লর্ডসে ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় কভারে ফিল্ডিং করছিলেন রয়। ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার একটি বল কাট করলে তা ফেরাতে গিয়ে আঙ্গুলে ব্যাথা পান তিনি।


জানা গেছে তার আঙ্গুল থেকে রক্তক্ষরণও হয়েছে। ইতিমধ্যে ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন সিরিজের তৃতীয় ম্যাচে রয়ের খেলা অনিশ্চিত। ফলে দলে ডাকা হয়েছে আরেক মারকুটে ব্যাটসম্যান জেমস ভিনসকে।



promotional_ad

রবিবারের ম্যাচেই তার মাঠে নামার কথা রয়েছে। এদিকে, বেশ অনেকদিন ধরেই মাঠের বাইরে ইংল্যান্ড দলের আরেক ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। তিনি সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।


এখন তিনি রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। হেলসের পর রয়ের ইনজুরি ইংল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। দলে ওপেনিং কম্বিনেশন নিয়েও বেশ বিপাকে পড়েছে ইংল্যান্ড।


দলের প্রয়োজনে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের ইনিংস শুরু করতে দেখা যেতে পারে জনি বাইরস্ট্রো ও জস বাটলারকে। এদিকে, ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতের বিপক্ষে  ৩ ম্যাচ টি২০ সিরিজের ২-১ ব্যবধানে হেরেছে ইংলিশরা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball