promotional_ad

নিষেধাজ্ঞা বাড়ল চান্দিমালের

promotional_ad

উইন্ডিজদের বিপক্ষে বল টেম্পারিং করার দায়ে সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি শ্রীলংকার অধিনায়ক দীনেশ চান্দিমাল। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজেও খেলতে পারছেন না তিনি।


চান্দিমালের পাশাপাশি দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও চলতি সিরিজে দলের সঙ্গে থাকতে পারছেন না। এমনকি দলের ম্যানেজার আসঙ্কা গুরুসিনহার নেই এই সিরিজে।


এই ধাক্কা সামাল দিতে না দিতেই আরও বড় ধাক্কা খেল ক্রিকেট শ্রীলংকা। নিষেধাজ্ঞা বাড়িয়ে দেয়া হয়েছে দীনেশ চান্দিমালের। আরও চার ওয়ানডের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। 


promotional_ad

সেই সঙ্গে ছয় ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তিনজনকে। আর সব মিলিয়ে চান্দিমালের মোট ডিমেরিট পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ১০'য়ে। যেকারণে বড় হুমকি রয়েছে চান্দিমালের।


আগামী ২৪ মাসের মধ্যে আরও ২ ডিমেরিট পয়েন্ট পেলে তিন টেস্ট অথবা ছয় ওয়ানডের জন্য আবারও নিষিদ্ধ হবেন এই লঙ্কান। আর সেটা যোগ হতে পারে স্লো ওভার রেট বা ক্রিকেট নিয়ম ভঙ্গ করলেই। 


বর্তমানে চান্দিমাল এবং হাথুরুসিংহেকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে লড়ছে শ্রীলংকা। যদিও দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে শ্রীলংকা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball